নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার কপালে সুখ থাকেনা। যখন সুখ মানুষের জীবনে আসে তখন সে ছটফট করতে থাকে। সহ্য করতে পারেনা। সে সুখ কে তার বিপরীত দিকে নিয়ে যেতে চায়।
সবার কপালে সব কিছু জুটেনা। যাদের কপালে জুটে তাদের বেশিরভাগ অপব্যবহার করে ফেলে,কারণে অকারণে। কখনো মনের ভুলে আবার কখনো ইচ্ছে করে।
যে মানুষ টা সুখের সময়ে দুঃখ ডেকে আনে তার মত হতভাগা আর নেই। বুঝে উঠতে পারেনা কোন টা সঠিক কোন টা ভুল। মনের মধ্যা খেলা করে নানা রকমের অস্থিরতা। কখন কিভাবে কি করবে?
আর যখন সুখ ত্যাগ করে তখন সুখের খোজে দিন রাত পার করে দেয়। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেও সুখের দেখা পায়না। ফিরে আসতে পারেনা পুরনো সুখের মাঝে।
মাঝে মাঝে ঘোলাটে লাগে সব কিছু। যেন এই বেঁচে আছি এইতো বেশ। অথচ একটা সময় তার চারপাশে ঘেরা ছিলো হাজারো রঙিন রঙের মেলা। আর এখন সাদা কালোর কোন রকমের জীবন।
©somewhere in net ltd.