নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি যে রোজ ডাইনিং এ বসে শুটকির ভর্তা,আলুর ভর্তা,বেগুন ভর্তা, দিয়ে ভাত খান তা কি ছবি তুলে ফেসবুকে পোস্টান? একদিন নামীদামী খাবার খেতে গিয়ে বিশটা ছবি তুলে তার মধ্যে ভালো দেখে একটা ছবি বেছে সেই ছবিটাকে ইনস্তাগ্রামে এডিট করে ফেসবুকে পোস্টান,তবে কেন শুটকি,আলু,বেগুন ভর্তা খাওয়ার সময় সেই ছবি ফেসবুকে পোস্টান না?
লিসেনিং অমুক গান,ওয়াচিং তমুক ছবি,ইটিং বাশক্রিম এইসব দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি ফ্র্যান্স। ট্রাই সামথিং নিউ প্লিগ। এইসব লুলা টাইপের পোস্ট পয়দা করার পর একজন সুন্দরি লুলা বালিকা অথবা লুলা বালকের অনুভূতি কি হতে পারে? তার থেকে বড় কথা যারা এইসব পোস্ট দেখে তাদের অনুভূতি কি?
যারা পোস্ট দেয়ঃ-
ওহো আজকে এই গানটার/মুভিটা লিসেনিং/ওয়াচিং পোস্ট পয়দা করে পাব্লিকের অনেক ওয়াও কমেন্ট পাইছি আহা। পাব্লিক বুঝতে পারছে আমি যে কত স্মার্ট। যাক এইবার অন্তত ইনবক্সে পোলা/মাইয়া ভিড় জমাইবো। আমি যে ক্ষ্যাত না তা পাব্লিক বুঝতে পারবে।
আজকে অমুক রেস্টুরেন্ট এ খাইছি লোকেশন সহ,অমুক খাবার খাইয়া ছবি দিছি তারপর পোলা মাইয়াগুলার কি যে কমেন্ট আমিতো আবেগে কাইন্দা ওড়না ভিজাইয়া ফেলছি।
যারা পোস্ট পড়েঃ-
যারা পোস্ট পড়ে তাদের অনেকে আছে ওয়াও টাইপের একক্টিভ কমেন্টার। আর অনেকে আছে ভেজা বিড়ালের মত জিব চাটবে,এরা মজা নিবে তবে লোভ করবেনা। পোস্ট দেয়া ব্যক্তিদের অনুভূতির মত ইনবক্সে আস্তে করে ঢু মারবে।
আর বাকি একদল আছে যারা আমার মত সেইসব সুন্দরি লুলা বালক/বালিকাদের ওয়াক থু দিয়া চইলা যাবে। আর পারলে তাদের বিরুদ্ধে দুই একটা থুতু ছিটানো পোস্ট পয়দা করবে
সত্যি বলতে কি "আমি অনুভূতিহীন একজন মানুষ"!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১
রিয়াজ হান্নান বলেছেন: আপনার বুকে লোম বেশি ভাউ
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
রুরু বলেছেন: আমি যে ক্ষ্যাত না তা পাব্লিক বুঝতে পারবে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২
আবিদা সিদ্দিকী বলেছেন: আসলেই। কী অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা! নিজে কি করছি বা নিজের কি ভালো লাগে সেটা বলতেই পারছি না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২
রিয়াজ হান্নান বলেছেন: আউলানো অবস্থা আমাদের!
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: ছবি পোষ্ট করলে কি আপনার হিংসা হয়? একটু সহজভাবে দেখুন না। একটু সহজ ভাবে ভাবুন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
সানহিমেল বলেছেন: ট্রাই টু সামথিং নিউ প্লিগ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২
রিয়াজ হান্নান বলেছেন: প্লিগ
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫
ভাবুক কবি বলেছেন: আমিও আপনার মতই।
আসুন কোলাকুলি করি