নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

অভাগার ভাগ্যে

০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

অভাগা যেদিক দিয়া যায় সেখানকার সাগর শুকাইয়া ক্রিকেট মাঠ হইয়া যায়। সব কিছু ছেড়েছুড়ে বনবাসে যাওয়ার উপক্রম। কি আশ্চর্য ব্যাপার এখন আগের মত বন জঙ্গল ও দেখতে পাইনা। বন জঙ্গল তো দুরের কথা নীরব শুনশান কোন জায়গাও পাইনা পাঁচ মিনিট বসার জন্য।

লসের উপর লস! জীবনের অনেকগুলা বসন্ত কেটে গেলো লসের সাথে রিলেশনশিপ করতে করতে। বাকি জীবন টা লাভ লসের হিসেব না করে কোন রকমে আছি বেশ বলে কাটিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু না সেখানেও দুনিয়ার বাধা বিপত্তি। কই যাই, কি করি, কি খাই, কই ঘুমাই কিছুই বুঝে উঠতে পারিনা।

হাতের ধোয়াও বেঈমানি করে বসে,দুই টান দেয়ার পর পরই আগুন ঝরে পড়ে যায়। একেই বলে কপাল।

পাড়ার একজন বলেছিলো ভাই সব ভাগ্যে,এই বলে সে একটা আদী যুগের ডায়লগ পয়দা করলো " যদি থাকে নসিবে পুটকির তল দিয়া আসিবে" ডায়লগ টা শুনে হাত থেকে পাঁচ টাকা দামের লাল চা টাও পড়ে গেলো। এখানেও লস!! এটাও ভাগ্যের ব্যাপার বোধহয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.