নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মন টা স্যাঁতসেঁতে করে দেয়ার জন্য বিষণ্ণতাই যথেষ্ট। কিছু ভালো লাগবেনা,অকারণে মন খারাপ। ভালো লাগার অনুভূতি গুলো সাময়িক বিশ্রাম নিতে শুরু করে।
কোন কারণ নেই,কোন অজুহাত ও নেই তবুও কেন জানি ভোতা অনুভূতি গুলো চারপাশ টা কে বিরক্তিকর ও অসহনীয় করে তোলে।
মানুষ মানেই হলো একটা জটিল প্রাণী! মস্তিস্ক নামক একটা মেশিন আছে আর যেটা কোন কয়েন ছাড়াই খেলা করে। মন বলতে আলাদা কিছু নেই। মস্তিস্কের একটা আলাদা অংশ কে আমরা ভালো লাগা খারাপ লাগাতে পরিণত করি,আর মন বলে আলাদা ভাবে ভাবতে শুরু করি।
বিষণ্ণতা আরো ভয়াবহ ব্যাপার! তুমি চিৎকার করবে মনে মনে কিন্তু কেউ শুনবেনা,বুঝতে পারবেনা! তুমি কি করতেছ, কি করবে কেন করবে তা তুমি নিজেও বুঝতে পারবেনা। এ এক অদ্ভুত ব্যাপার!!
অথচ আনন্দের ব্যাপার গুলো অন্যরকম,সবাই বুঝবে,শুনবে বা কেউ কেউ ভাগিদার ও হতে চাইবে। মাঝে মাঝে মনে হবে আমার অস্তিত্ব অনর্থক।
রঙ মূলত সাদা-কালো,লাল,হলুদ অথবা আকাশী নয়,অদৃশ্য হাজার রকমের রঙ খেলা করে আমাদের মাঝে। কারো কারো জন্য রঙ মূলত সাদা কালো।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১
ওমেরা বলেছেন: বিষন্নতা একটা মারাত্বক রোগ ।