নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমা বড় মজার এক জিনিস

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১

সিনেমা চলতেছে! চা দোকানে ডুকেই রুটি আর চায়ের জন্য অর্ডার করলাম। কিন্তু বসার কোন জায়গা পাচ্ছিনা। দোকানের একদম উপরের কর্ণারে চৌদ্দ ইঞ্চি টিভি ঝুলানো আছে। সবাই টিভির দিকে হা করে তাকিয়ে আছে। প্রায় সবার বয়সই চল্লিশের বেশি হবে। আমিও তাকালাম। তাকিয়ে দেখলাম বাংলা ছবির ধর্ষণের একটা সিন চলতেছে।

মাঝ বয়সী একটা গুন্ডা কচি নায়িকার উপরে উঠে পড়ল। উঠেই আচ্ছামত ঘষাঘষি করতে লাগলো আর নায়িকা সজোরে চিৎকার চেঁচামেচি শুরু করতে লাগলো। ইতিমধ্যে জানোয়ার,শয়তান টা নায়িকার ব্লাউজের হাতা ছিড়ে ফেলল। গুন্ডার বাকি চামচা গুলো তাকিয়ে তাকিয়ে লালা ফেলতেছে।

হুট করে উড়াল থেকে ধপাস করে মাটিতে কেউ একজন পড়ল। সম্ভবত ক্যামেরার উপর দিয়ে লাফ মেরে এসেছে। এরপর শুরু হলো গুন্ডার উপর হালাল অত্যাচার। ঢিসুম,ঢিসুম করে কয়েকটা লাথি উষ্ঠা দেয়ার পর গুন্ডা গুলো পালিয়ে গেলো। নায়িকা দৌড়ে এসে লোকটার বুকে মাথা লুকালো। বুঝতে পারলাম লোকটা ছবির নায়ক। নায়িকা নায়কের বুকেত ভেতর আগডুম বাগডুম খেলতেছে,মানে হালাল ধর্ষণ। শুরু হল ঝাকানাকা গান। কোমড় দুলাচ্ছে তো দুলাচ্ছেই থামার কোন লক্ষনই নাই। এদিকে আমিও বসার জায়গা পাচ্ছিনা।

সজোরে বলে উঠলাম " কি বালছাল দেখেন দোকানে বসার জায়গা নেই,এক ঠ্যাং (পা) কবরে চলে যাচ্ছে সে দিকে হুস নাই চা দোকানে বইসা ফালতু ছবি দেখতেছে "

সবাই উঠে গেলো লজ্জা পেয়ে। আমি বসলাম আরাম করে,দুটো রুটি আর একটা চা খেয়ে কোন রকমে বের হয়ে আসলাম।

" নারী নষ্ট পুকুর ঘাটে,পুরুষ নষ্ট চা দোকানে"

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭

ধানক্ষেতের ইঁদুর বলেছেন: আরি মারে কিতা কইন ইতা। বাংলার সিনেমাভক্তরা আইন্নেরে পাইলে কিলায়া (ক্যামেরা উপর দিয়া না, ঘাড়ের উপর দিয়া লাফাইয়া আইবো) আলুর বস্তা (ভর্তা না) বানাইবো।

২| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪১

টারজান০০০০৭ বলেছেন: দিলেনতো মজাখান নষ্ট কইরা ! ধর্ষক পুরুষের পতাকা উড্ডয়ন কেমনে হয়, জাতীয় সংগীত কারা গায় তার একটা উৎস অন্তত পাওয়া গেলো !

৩| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোমর দুলাচ্ছে তো দুলাচ্ছেই থামার কোন লক্ষনই নাই
ভাই, কিছু চা দোকানের আকর্ষণই তো বাংলা সিনেমা...

৪| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

মোস্তফা সোহেল বলেছেন: ছিঃ বাংলা ছিঃনেমা নিয়ে কথা বলতে নেই আপনি জানেন না?

৫| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬

খোলা মনের কথা বলেছেন: সজোরে বলে উঠলাম " কি বালছাল দেখেন দোকানে বসার জায়গা নেই,এক ঠ্যাং (পা) কবরে চলে যাচ্ছে সে দিকে হুস নাই চা দোকানে বইসা ফালতু ছবি দেখতেছে " =p~ =p~ =p~

৬| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ মজারু! :P

৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: " নারী নষ্ট পুকুর ঘাটে,পুরুষ নষ্ট চা দোকানে"

৮| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: "সব নষ্টদের অধিকারে"
মাঝবয়েসী লোকগুলো বিনোদন খুঁজে চা দোকানে, আর বাচ্চা পোলাপান গুলো গভীর রাতে লুকিয়ে লুকিয়ে ইন্টারনেটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.