নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে লোকটা অধীর আগ্রহ নিয়ে বসে আছে আমার মৃত্যুর অপেক্ষায় সে একজন সাদা কাপড় বিক্রেতা। যেনতেন সাদা কাপড় না,একজন মৃত মানুষকে সাজিয়ে গুছিয়ে বিদায় দেয়ার কাপড়। ভাবতেই শরীর ছমছম করে উঠে।
বিয়ের কাপড় বিক্রেতা যেমন বসে আছে বিয়ের অপেক্ষায় তেমনি কাপনের কাপড় বিক্রেতাও বসে আছে আমার(সবার) মৃত্যুর অপেক্ষায়।
মৃত্যু হলে আমার শরীর অনুযায়ী কাপড় কিনতে হবে,ছুটে যাওয়া হবে ভাই কাপড় দেন রিয়াজ মারা গেছে। বিক্রেতা হয়ত একটু মন খারাপ করে বলবে কিভাবে মরল অথবা মন খারাপের ভান ধরে বলবে।
মৃত্যু নিয়ে কেউ কখনো মন খারাপের ভান ধরেনা,হতে পারে লোকটা সত্যি সত্যি মন খারাপ করে বলবে।
বিয়ের কাপড় লাল,কণে কে লাল কাপড় পরিয়ে বাবার বাড়ি থেকে বিদায় দেয়া হয়। আর মৃত ব্যক্তি কে বিদায় দেয়ার সময় সাদা কাপড়,তাও পুরো সাদা,কোথাও কোন স্পট থাকলে চলবেনা। খুব দামী না,অতি সস্তা টাইপের কাপড়। কাপনের কাপড়ের খুব একটা দাম হয়না।
মৃত ব্যক্তির জন্য কাপড় বিক্রি করে তার সংসার চলে যাবে। বিক্রেতার জন্য একসময় কাপড় কিনতে হবে অথবা অন্যদের কাছে বিক্রি করার জন্য যে কাপড় রাখা হবে সে কাপড় দিয়েই তাকে সাজিয়ে বিদায় করতে হবে।
কি ভয়ংকর ব্যাপার!!
২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
ম্যাও প্যাও
৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯
ফারজানা আকতার বলেছেন: Chomotkar lekha.
৪| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৩
ওমেরা বলেছেন: এ সব ভাবলে আসলেই ভয় লাগে ।
৫| ১১ ই মার্চ, ২০১৭ রাত ২:১১
আরণ্যক রাখাল বলেছেন: মৃত্যু নিয়ে ভাবার আছেটা কী?
মরলেন, পচে গেলেন। কেস খতম
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: ব্যতিক্রমী ভাবনা।