নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন নামের আগ-পিছ থেকে সকল ধরনের লম্বা লম্বা টাইটেল গুলো উধাও হয়ে যাবে। হারিয়ে যাবে এক নিমিষেই।
একদিন রুম থেকে আর কেউ বের হয়ে পাড়ি জমাবেনা দূর দেশে,অফিসে,গন্তব্যে।
একদিন খাবার টেবিলে প্লেট টা পড়ে থাকবে,অন্য কেউ সেই প্লেটে বসে খাবার খাবে হয়ত।
একদিন আইডির নামের পাশে কালো করে লেখা ভেসে উঠবে " রিমেম্বারিং "।
একদিন সকল মায়া মুছে যাবে,মুছে যাবে জীবনের প্রতিটা মুহূর্ত,প্রতিটা মনে থাকার মত করে সময়। হোক পাঁচ মিনিট অথবা ছয় ঘন্টা।
এতকিছুর জন্য কোন দিন বা ঘড়ির প্রয়োজন হবেনা। হঠাৎ করে চলে আসবে সামনে। না চাইলেও আসবেই।
বুড়ো আঙুল দেখিয়ে পার পেয়ে যাওয়া প্রতারক,চোর,ডাকাত,বেঈমান গুলোর চেহারা খয়েরি রঙের ফ্রেমে বাধা আয়নায় ভেসে উঠবে। সব কিছুর পরও বলা হবে ইসস লোকটা ভালো ছিলো।
২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৪
অতঃপর হৃদয় বলেছেন: ঠিক।
৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৬
পুলহ বলেছেন: ছোট্ট হলেও ঝর্ণার মত সাবলীল, নদীর মত গভীর, আর সন্ধ্যার আকাশের মতই বিষণ্ণ-সুন্দর।
শুভকামনা জানুন লেখক।
৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩
হাবিব শুভ বলেছেন: কঠিন বাস্তব
৫| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: পাঠ শেষে মিশ্র অনুভূতি পেলাম। বিষণ্ণতার ও বাস্তবতার।
প্রথম প্লাস। + +
৬| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১১
ওমেরা বলেছেন: কথা সত্য !
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯
বর্ষন হোমস বলেছেন: অর্থাৎ মৃত্যু