নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে বেকার থেকে রাস্তায় হেটে হেটে গলা ছেড়ে গান গাওয়া।
জীবন মানে গোল্ডলিফের শেষ টান দিয়ে চোখমুখ উপরে তুলে ফেলা।
জীবন মানে পকেটে একশো টাকা রেখে ঘুরাফেরা,আড্ডা চা সিগারেট খাওয়ার পর ও আঁশি টাকা পকেটে নিয়ে বাসায় ফিরে আসা।
জীবন মানে এসেজ,অর্থহীন,আর্টসেল,ওয়ারফেজ,শিরোনামহীন শুনে রাত কাটিয়ে দেয়া।
জীবন মানে এক টাকার ম্যাচ বক্সে প্রেমিকা বন্দি হয়ে থাকা বারুদ।
জীবন মানে একটা বেকারের মায়ের কাছে শেষ আর্তনাদঃ- আম্মু কিছু টাকা দিবা?
২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪১
ওমেরা বলেছেন: জীবন মানে আগামীর সুন্দর স্বপ্ন দেখা ।
৩| ২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা
এটা মধ্যবিত্ত সমাজের চিত্র।
সুন্দর
৪| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: জীবন মানে পকেটে একশো টাকা রেখে ঘুরাফেরা,আড্ডা চা সিগারেট খাওয়ার পর ও আঁশি টাকা পকেটে নিয়ে বাসায় ফিরে আসা।
এইটা খুব ভাল বলছেন।
৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫
মো: খায়রুল ইসলাম বলেছেন: একদম আনকমন লেখা। কোথাও এর আগে দেখিনি।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫০
অতঃপর হৃদয় বলেছেন: কোথাও পড়েছি মনেহয়।