নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় লাকী আখন্দ স্যার,ওপারে ভালো থাকবেন!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০২

বাংলা গানের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম স্যার লাকী আখন্দ। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা,একজন মুক্তিযোদ্ধা তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ছিলেন। আজ সন্ধ্যায় টিভি অন করেই তার মৃত্যুর(ইন্নাহলিল্লাহ) খবর শুনে খুব খারাপ লাগলো।

দেশে যখন বিদেশী ব্যান্ড,বিদেশী শিল্পিরা গান গাইতে আসে তখন তাদের অনেক কদর থাকে,মোটা অংকের বিল পে করে তাদের কে আনা হয়। এয়ারপোর্ট থেকে কনসার্ট স্পট পর্যন্ত নিশ্চয় হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। আমার আপসোস নেই এই ব্যাপারে।

এইতো কয়েকমাস আগে লাকী আখন্দ স্যারের জন্য দেশের বিভিন্ন ব্যান্ড,অনেক শিল্পিরা কনসার্ট করে টাকা সংগ্রহ করেছে তার চিকিৎসার জন্য। বিশ্বাস করতে কষ্ট হয় উনার মত একজন মানুষের চিকিৎসার জন্য কনসার্ট করে টাকা উঠাতে হয়। এটা কে আমি সাহায্য হিসেবে দেখিনা,এটা হল উনার সম্মানী। আফসোস লাগে খুব!!

এর আগেও অনেক শিল্পি ও গুণী মানুষ গুলো টাকার অভাবে চিকিৎসা না নিয়েই পরালোকগমন করেছে।

আমরা এমন এক দেশে আছি যে এখানে তুমি দেশের জন্য যতই করো কোন লাভ নেই,দেশ তোমাকে ঠিকই মধ্যমাঙ্গুলি দেখিয়ে দিবে।

স্যার লাকী আখন্দকে অনেক অপমান করা হয়েছে,তার মত মানুষের চিকিৎসার জন্য কনসার্ট করে টাকা সংগ্রহ করা টাও এক ধরনের অপমান। তবুও করা হয়েছে,কারণ সেটা উনার প্রতি শ্রদ্ধা থেকে,ভালোবাসা থেকে তাকে সম্মান করার একটা উপায়।

ভালো থাকবেন ওপারে,খুউউউব মনে থাকবে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন,,,,

উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি

২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি স্বাস্হ্য মন্ত্রীর চিকিৎসার জন্য টাকা তোলার শুরু করবো ভাবছি, আশাকরি মানুষ ২/৪ পয়সা দেবে, না পিটালেই হলো

৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১১

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: লাকি আখন্দ স্যার মারা গেলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমার পক্ষ থেকে তার প্রতি সামান্য ট্রিবিউট এই ভিডিও এর মাধ্যমে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.