নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গতা মানুষকে কুড়ে কুড়ে খায়, অনেকটা ঘুণপোকার মত করে। অবচেতন মনের পাগলামি বাড়িয়ে দিতে নিঃসঙ্গতা নামক অপ্রিয় পরিস্থিতিই যথেষ্ট।
নিঃসঙ্গতা বড্ড ভয়াবহ ব্যাপার!
আপনি যখন নিঃসঙ্গতায় ভুগবেন তখন আপনার পাগলামি বেড়ে যাবে। আপনার কাছে সব কিছু ঘোর মনে হবে। ঘোর থেকে পাগলামি আরো অধিক হারে বেড়ে যাবে।
এমন কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে যারা নিঃসঙ্গতার সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে বেঁচে থাকার মানেটা হারিয়েছে। তাদের মনে বার বার নিঃসঙ্গতা দাগ কেটে যায়,আর তারা এক সময় মনে করতে শুরু করে পৃথিবীটা অনেক নিষ্ঠুর ও খারাপ।
দিন শেষে তারা আলোচনা করতে থাকে তাদের ভুল গুলো নিয়ে। সব শেষে চারপাশটাকে তারা নিঃসঙ্গতার সাথে গুলিয়ে ফেলে। এক সময় তাদের কানে ছোট্ট কোন আওয়াজ ভেসে আসলেও তারা লাফ দিয়ে উঠে ভীতু হয়ে যায়।
©somewhere in net ltd.