নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

কিন্তু কখনো কেউ কারো হয়না

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

স্কুলের লাস্ট ব্যাঞ্চে বলপেন দিয়ে তোমার নাম লিখতে লিখতে আমি কখনো ক্লান্ত হইনি। শুধু বলপেন গুলো একের পর এক নষ্ট হয়ে যেত।

কলেজের বাথরুম এর দেয়ালে কংক্রিট কিংবা চক দিয়ে তোমার নাম লিখতে লিখতে আমি কখনো ক্লান্ত হইনি। বরং সময়ের অভাবে লিখতে পারতাম না। যখনই সময় পেতাম তখনই হুট করে লিখে ফেলতাম তোমার নাম,তোমার জন্য কিছু কথা লিখে জানিয়ে দিতাম। আমি জানতাম সেই লেখাগুলো পড়ে অনেকে হাসাহাসি করবে/করে।

সন্ধ্যাবেলায় যখন পড়তে বসতাম তখন বইয়ের পাতায় পাতায় তোমার নাম লিখতাম। কখনো ক্লান্ত হইনি।

কেউ কোনদিন কখনো ক্লান্ত হয়নি।

"লাস্ট ব্যাঞ্চে,কলেজের বাথরুমের দেয়ালে তুমি শুধু আমার" এই ধরনের লেখাগুলো কখনো মুছে ফেলা হয় কিনা আমার জানা নেই,তবে একটা লেখার উপর অনেক গুলো লেখা যোগ হতে আমি দেখেছি।

সময়ের হিসেব করা শুরু হলে দেখা যায় কেউ কখনো কারো ছিলোনা,কেউ কখনো কারো মনের মধ্যা কিছু লিখে দিতে পারেনি,কেউ কখনো বলপেন কিংবা চকের ভূমিকায় ছিলনা।

অদ্ভুত!

কত আয়োজন করা হয়,অনিকেত প্রান্তরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তোমার নাম জপা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান গুলো ভাঙানো হয়, কিন্তু কখনো কেউ কারো হয়না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.