নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

দুই কেজি গরু গোস্তের দামে আয়েশা

০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৫

আচ্ছা দেশে এখন গরুর গোস্তের কেজি কত করে? আমি বাজার সদাই করিনা,কখনো করিওনি,ঘুম থেকে উঠে দেখি বাজার শেষ। তখন গেলে হয়ত পচা মাছ গোস্ত ছাড়া কিছুই পাওয়া যাবেনা।

গরুর গোস্ত সম্ভবত কেজি ৫০০ টাকা করে,দুই কেজি কিনলে ১০০০ হাজার টাকা। দেশের খাবারদাবারের দাম দিন দিন বেড়েই চলছে।

একটা রূপকথার গল্প বলি,

গত বছর একটা মেয়েকে ক্যান্টনমেন্ট এরিয়ায় ধর্ষণ করেছিলো একটা সাবালক ভাল্লুক। মেয়েটার নাম ছিল তনু। হতে পারে তনু সে পাড়ার বেশ্যা,কিংবা ছোটখাটো পরিবারের মেয়ে।

সে যাই হোক তা নিয়ে আমার মাথাব্যথা নেই। ঘটনা যখন চারদিকে ছড়িয়ে পড়লো বঙ্গজুড়ে মানুষ বের হল সে তনুর বিচারের দাবীতে। পরে অবশ্যা ঝামেলা চুকিয়ে গেছিলো বিশ হাজার টাকা আর এক বিঘা জমির বিনিময়ে। যদিও বঙ্গের কিছু মানুষ তা মেনে নিতে পারেনি।

তনুর সময়ে সম্ভবত গরুর গোস্তের দাম কম ছিলো,আর এখন তো দেশের হোটেল গুলোতে গরুর গোস্ত ও পাওয়া যায়না এতটাই দুর্লভ। তাই বাধ্য হয়ে বিশ হাজার টাকা আর এক বিঘা জমি দিয়ে হিসেব ক্লোজ করা হয়েছিলো।

এখন গরুর গোস্তের অনেক দাম,নামীদামী হোটেল গুলোতে ঝুলে থাকে ণো বেেফ। এই জন্যই হয়ত আয়েশা পরিবার কে দুই কেজি গরুর গোস্তের দাম দিয়ে হিসেব ক্লোজ করা হয়েছে। যেখানের হোটেল গুলোতে লেখা থাকে ণো বেেফ সেখানে দুই কেজি গরুর গোস্ত মানে কি বুঝতে পারছেন?

ধন্যবাদ ইউফি সদস্য আবুল হোসেন কে, এই গরুর গোস্তের অভাবের সময়ে আয়েশা পরিবার কে দুই কেজি গরুর গোস্তের দাম দিয়ে হিসেব ক্লোজ করার জন্য। পারলে মাঝে মাঝে গিয়ে আয়েশা ও তার বাবার কবরের সামনে গিয়ে গরুর গোস্তের ঘ্রাণ টা দিয়ে আসিয়েন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি বলছি, আমি অনড় হয়েছিলাম শেষে এসে।

আমার একটা গান আছে,

বাংলাদেশে মানুষ নেই আছে শুধু লাশ"

২| ০৩ রা মে, ২০১৭ রাত ২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখজনক। আমার বাংলাদেশ কোন পথে...

৩| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এই দেশে নিজেকে অসহায় লাগে।

৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩৪

সাওরন বলেছেন: সব কিছু নষ্টদের অধিকারে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.