নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

বীর বাঙ্গাল

৩০ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

বাঙ্গালী অতি আবেগপ্রবণ। কিন্তু এই আবেগটা কখন কিভাবে কাজে লাগাইতে হয় তা বীর বাঙ্গাল জানেনা। এই বীর বাঙ্গালের আবেগ হচ্ছে ক্রিকেট,নাহ মানে সব আবেগের উর্ধে এই ক্রিকেট আবেগ টা। দুনিয়া তলাই গেলেও এরা ক্রিকেট নিয়া থাকবে।

এরা টিভির সামনে বসে থাকবে,খেলা উগাণ্ডার সাথে হলেও এরা বসে থাকবে। বল বাই বল নিয়ে একেকজনের কি যে মন্তব্য,মনে হয় লারা,নাসির হোসেন ও এদের কাছে ফেইল।

তাসকিনের চুলের কালার এমন কেন? ব্যাটা অপসংস্কৃতি মাথায় নিয়ে ঘুরে কেন? আমরা তো বাঙ্গাল আমাদের চুলের কালার এমন হবে কেন?

রুবেল কখনো হ্যাপির সাথে এমন আকাম করতে পারেনা,রুবেল ঈমানদার ক্রিকেটার। রুবেলের কিছু হলে জ্বলবে আগুন হাইকোর্টে।

নাসির রে দলে নিল না কেন? হ্লা পাপন তুই কুত্তা,তুই রাজাকার,তুই আলবদর।

মাশরাফি বিদায় নিল কেন? আন্দোলন হবে,ঘরে বসে থাকলে চলবে না। যার যা কিছু আছে তা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো,মাশরাফি কে খেলায় ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।

ধর্ষণ যদি ক্যান্টনমেন্ট এ হয় তাহলে মিছিল হবে,আন্দোলন হবে,যদি হয় বনানী তে তাহলে মিডিয়া,রাজপথ কাপানো হবে এর আগে না। ৮-৯ বছরের শিশু ধর্ষণ হয়না,গাছের সাথে বেধে কাউকে ধর্ষণ করা যায়না। ধর্ষণ হবে কোটিপতির মেয়েরা বিলাসবহুল হোটেলে।

বাদ দেন,সামনে চ্যাম্পিয়ন ট্রপি আসেন সবাই খেলা দেখে আবেগ জুড়াই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:০৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটা ভালো বলেছেন।তবে ক্রিকেটের পাশাপাশি আরো কিছু জিনিষ রয়েছে যা সকল কিছুর উর্ধ্বে।
বিলাসবহুল হোটেলে ধর্ষণ হয়,আর ৫বছরের শিশুর সাথে কিছুই হয় নাহ।

২| ৩১ শে মে, ২০১৭ রাত ২:১৬

পাগলা বস বলেছেন: এগুলো দেখতে দেখতে আপনিও দেখি আবেগে মজে গেছেন মশাই। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.