নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

ডায়নোসর

৩১ শে মে, ২০১৭ রাত ১০:২৮

প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে মানুষের কোন অস্তিত্ব ছিলনা। জ্বীন-পরি বাস করত তখন। সে সময়ে বিশাল পৃথিবীতে কিছু ইয়া বড় বড় সাইজের প্রাণী চরে বেড়াতো। ডায়নোসর রা তখন রাজত্ব করত পৃথিবীতে। কিন্তু কালের বিবর্তনে সেই বড় সাইজের প্রাণীরাও বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আজকে কিছু আপডেট প্রানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই,যারা কিনা এক সময় ডায়নোসরের মত বিলুপ্ত হয়ে যাবে।

১/ জামাত শিবির ধাক্কা দিয়া বিল্ডিং ফালাই দিছে। আমার কথা হল এদেরকে দেশের খুটি হিসেবেও তো ব্যবহার করা যায়,কেন রাস্তায় দেখলে পুলিশ দিয়ে গুলি করায়?

২/ হাওড়ের পানিতে কোন রকমের ইউরেনিয়াম নেই,আর যদি থাকে তাহলে তা তো আমাদের উপকারে আসবে। মন্ত্রী সভায় এই নিয়ে হাসাহাসি। নাহ মানে আমরা হাওড়ের পানিতে থাকা ইউরেনিয়াম বেইচা কাটি কাটি বৈদেশীক মুদ্রা অর্জন করতে পারবো যা দিয়ে বীর বাঙ্গাল সহস্র বছর বইয়া শুইয়া খাইতে পারবো।

৩/ দেশে লোডশেডিং হইলে তো ভালোই,বিদ্যুৎ বিল কম আসবে আপনাদের। আশা করা যাচ্ছে প্রতিটা পরিবারের জন্য হা-সুদি একটা করে মোমবাতি কারখানা বরাদ্ধ করবে।

৪/ মূর্তি আর ভাস্কর্য এক না। মাথায় রাখবেন ঠ্যাং আর পা কিন্তু এক না। টাঙানো এক জিনিস লটকানো আরেক জিনিস।

৫/ সুলতানা কামাল কইছে, দেশে ভাস্কর্য না থাকলে মসজিদ ও থাকার দরকার নাই। তা দেশে তোমাদের মত কিছু ছাগু না থাকলেও চলবে আমাদের বুচ্ছ?

৬/ ১৬ কোটি মানুষের জন্য ৩২ কোটি স্কুল। কথাটা শুনে বার বার আমার ভাগের দুইটা স্কুলের কথা মাথায় ঘুরতেছিলো কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি আমি ১৬ কোটির মধ্য নাই? নাকি রাজাকার বলে বাদ দেয়া হয়েছে?

বিশ্বাস করেন,মানুষ সৃষ্টি হওয়ার আগে যেমন ডায়নোসর রা রাজ করেছিলো আর মানুষ আসার পর তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেলো তেমনি করে এই আপডেট ডায়নোসরের আপডেট ভার্সন ছাগল প্রাণী গুলোও এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: আমার সমস্যা হলো যখন যে লেখাটা পড়ি, সেই লেখাটাই সত্য বলে মনে হয়।

২| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:

"প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে মানুষের কোন অস্তিত্ব ছিলনা। জ্বীন-পরি বাস করত তখন। "

- ২০ কোটী বছর আগে জ্বীন-পরি বাস করতো? এখনো বাস করে?

৩| ০১ লা জুন, ২০১৭ রাত ১২:০৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এ কেমন বিচার???
১ নম্বর টা হয়ত সঠিক।আমার আশপাশ হতে দেখে যা বুঝি আর কি।

৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:৫৫

খরতাপ বলেছেন: "মূর্তি আর ভাস্কর্য এক না। মাথায় রাখবেন ঠ্যাং আর পা কিন্তু এক না। টাঙানো এক জিনিস লটকানো আরেক জিনিস।"
এই উক্তিটা সবচেয়ে জটিল হইছে। অনেক ধইন্যা এরকম যুগান্তকারী উক্তির জন্য।তবে আমরা কিন্তু এইটারেও ভাস্কর্য মনে করি, মূর্তি না।
"মূর্তি আর ভাস্কর্য এক না। মাথায় রাখবেন ঠ্যাং আর পা কিন্তু এক না। টাঙানো এক জিনিস লটকানো আরেক জিনিস।"
এই উক্তিটা সবচেয়ে জটিল হইছে। অনেক ধইন্যা এরকম যুগান্তকারী উক্তির জন্য।তবে আমরা কিন্তু এইটারেও ভাস্কর্য মনে করি, মূর্তি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.