নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল রঙ আমার একদম অপছন্দ। লাল জামাকাপড় পড়ে যখন কেউ সামনে আসে তার দিকে তাকাতেও আমার ভালো লাগেনা।
লাল একটি অশুভ সংকেত!
ট্রাফিকে লাল বাতির সিগনাল টা তো আরো ভয়াবহ রকমের অপছন্দ।
এম্বুলেন্স মৃত্যু পথের যাত্রী নিয়ে সিগনালে আটকা পড়েছে,সময়মত না পৌঁছালে কফিনে করে লাশ ফিরে আসবে।
বিয়ে বাড়িতে আমি খুব একটা যাইনা,গেলেও লাল শাড়ি,মেহেদী রাঙানো বউ দেখিনা উকি দিয়ে। নিজের মত করে ব্যস্ত থাকার চেষ্টা করি।
এক সময় লাল শাড়ি পড়া,হাতে মেহেদী রাঙানো নতুন বউকে উকি দিয়ে দেখতাম। এখন খুব ভয় লাগে,কে জানে কার শরীর রক্তাক্ত করে সেই রক্ত দিয়ে মেহেদী লাগিয়ে এসেছে।
আমি খুব একটা রঙ চিনিনা...
রঙ মানে আমার কাছে,লাল,নীল,সবুজ,হলুদ সাদা,কালো ও খয়েরী।
আচ্ছা এত এত রঙ এর মাঝে লাল রঙ টা হারিয়ে গেলে কি খুব বেশি সমস্যা হবে?
২| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:১১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
মন থেকে লেখা হলে তো ভারি মুশকিল!
৩| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩২
shahinoor rahman emdad বলেছেন: o.O o.O o.O o.O
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:১০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হুম,খুব বেশি সমস্যা।নাহলে আমরা আপনার বিয়ের ভাবীকে চিনতে পারবো নাহ।
লেখাটা ভালো লেগেছে।একটু অন্য ধাঁচের।ট্রাফিকের লাল সিগন্যাল কথাটা বেশিই ভালো লাগলো।