নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বেশ সুদর্শন না হলেও আমার হাসি সুন্দর। আমি বুঝতে পারি,কিভাবে যেন আমি বুঝতে পারি তা আমার অজানা। কখনো জানার চেষ্টা করা হয়নি। কিছু জিনিস অজানা থাকা ভালো মনে করি।
আমার চোখ কখনো সুন্দর না,যাদের চোখের নিচে কালি পড়ে তাদের চোখ কখনো সুন্দর হতে পারেনা।
আমি মানুষকে হাসাতে পারিনা,খুব হলে কাঁদাতে পারি। আমার জন্য সে মানুষটা অনেক কেঁদেছিলো।
কোন এক রাতে হাইওয়ে পুলিশ পেছনে পড়েছিলো, সে কিভাবে যেন টের পেয়ে যায়। অনেকগুলো ফোন কল দিয়েও সে আমাকে পায়নি বলে সারারাত কেঁদেছিলো।
তার চোখে আমি অসুস্থ একজন প্রেমিক ছিলাম। যে প্রেমিক কিনা তার নিজের খোজ ও নিজে ঠিক মত রাখতে পারেনা।
যে প্রেমিক কিনা মাঝ রাতে ঝুম বৃষ্টির সময় প্রেমিকার কথা মনে করে ফোন কল দিয়ে একটু ভালোবাসতে জানেনা। সে প্রেমিক তার ভাষায় নির্ঘাত অসুস্থ। যদিও আমি এইসবে কখনো কান দিইনি।
তার চোখে আমি ছিলাম একজন ছন্নছাড়া যুবক। মন ফেলে উড়েবেড়াই এদিক সেদিক।
রাতের শহরে বের হলে নিজেকে হিমু মনে হয়। একবার হিমুর মত করে রাতের বেলায় পকেটে সিগারেট রেখে হাটার সময় সে ফোন দিয়েছিলো।
- হ্যালো,কই তুমি?
- হ্যা হিমু বলতেছি,হেটে বেড়াচ্ছি শহরের ফাকা রাস্তায়। ল্যাম্পপোস্টের আলোয় সিগারেটের ধোয়া উড়াচ্ছি। আচ্ছা রূপা,তুমি কি এখন একটু বারান্দায় আসবে?
- কোন হিমু? কে রূপা? কে আপনি? আজব তো!!
বেচারি দারুণ বিভ্রান্ত হয়েছিলো সে রাতে। এ নিয়ে তিন দিন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছিলো।
আমি কখনো কারো অভিমানের মূল্য দিতে পারিনা। একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক কখনো অভিমানের মূল্য দিতে পারেনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৭ রাত ২:৫৫
ওমেরা বলেছেন: একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত আবার প্রমিক হয় কি ভাবে !!