নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনা। আমাদের ধারণা চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারেনা।
তাহলে সবচেয়ে বড় আদালত হল মানুষের চোখ।
তার চোখ আমার বড্ড বেশি ভালো লাগে। বড় বড় চোখে সে যখন আমার দিকে তাকাবে তার চোখের দিকে তাক করে আমি মিথ্যা বলতে পারবো?
বেঁচে থেকেও বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি খুন হয় প্রেমিকার চোখের দিকে তাকিয়ে। মধ্যে দুপুর কিংবা গভীর রাতে,সন্ধ্যায় কিংবা শরতের খুব সকালে।
চোখের নিচে কাজল নেই,চোখে কোন জল নেই তবুও খুন হচ্ছে প্রেমিক।
চোখের আলাদা একটা ভাষা আছে,মানুষ মুখে কিছু বলতে না পারলেও চোখ দিয়ে অনেক কিছুই বলে ফেলে।
যা কিছু মুখে আসবেনা তা আপনার চোখের দিকে তাক করে গড়গড় করে বলে ফেলবে। খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন পড়বেনা,অথচ টুপ করে বলা শেষ।
ভয়াবহ ব্যাপার!!
©somewhere in net ltd.