নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- ওহ আচ্ছা,তারপর?
- আসলে আমাদের দুজনের আর হচ্ছেনা এটা তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি। তাহলে এভাবে আর কয়দিন?
- তুমি কি বোঝাতে চাচ্ছ?
- আমাদের আলাদা হয়ে যাওয়া উচিৎ।
- হ্যা,আমার ও মনে হচ্ছে আলাদা হয়ে যাওয়াই উচিৎ।
দুজন আলাদা হয়ে গেলো,একটা সম্পর্ক ঠিকই রয়ে গেলো। আসলে সম্পর্ক গুলো অতি সস্তা তাইনা? বনাবনি না হলেই সম্পর্ক শেষ।
আহ!!
যে সম্পর্ক টা তিলে তুলে গড়ে উঠেছিলো সেই সম্পর্ক টা অতি তুচ্ছ হয়ে গেলো। এই টাইপের মানুষদের থেকে হাজার মেইল দূরে থাকার চেষ্টা করি আমি। এরা হুট করে ভালো লাগা খারাপ লাগাকে মনে ধারণ করে ফেলে।
পঁচিশ বছরের বিবাহিত সংসার শেষ হয়ে গিয়েছিলো,হাজব্যন্ড তার ওয়াইফ কে বলেছিলো চা বানিয়ে দিতে আর ওয়াইফের মেজাজ খারাপ ছিলো। এই নিয়ে ঝগড়া লেগে দুজনেই আলাদা হয়ে যায়।
অবশ্য এইসবের পেছনেও কিছু বিশেষজ্ঞের হাত থাকে। যেমনঃ-
পাশের বাসার ইয়ো ইয়ো নারীবাদী ভাবী কিংবা আন্টিঃ-
১/ ভাবী,ও শুধু আপনাকে চা বানানোর জন্যই রাখে?
২/ ভাবী,ও আপনাকে কাপড় ধোয়া আর রান্নাঘরে রান্না করার জন্য রাখে? আজব তো! আপনি তার সাথে এত বছর ধরে কিভাবে আছেন?
৩/ এত বছর ধরে সংসার করতেছেন কিন্তু কোথাও বেড়াতে নিয়ে যায়না আপনাকে,খাওয়াতে নিয়ে যায়না আপনাকে। আচ্ছা আপনার কি খারাপ লাগেনা?
৪/ আচ্ছা আপনি এমন একটা খচ্চর মানুষের সাথে কিভাবে আছেন বলুন তো?
৫/ ভাবী,আমি হলে যেদিন এইসব করত সেদিনই লাত্থি দিয়া চলে আসতাম।
ব্যস,ভাবীর মনেও খুব আঘাত লাগলো। কিরে,ঠিকই তো আছে। শালা এতদিন ধরে আমাকে কামলা বানিয়ে রাখছে। নাহ,আর না! এই ব্যাটাকে সাথে নিয়ে আর থাকবোনা।
আরেক দল আছে এরা খুব সুক্ষভাবে পরামর্শ দিবে কি করে ব্যাটার হাত ছেড়ে দেয়া যায়। জামাই যদি বউকে মশারি টাঙাইতে বলে তা নিয়ে ক্যাচাল করেও জাস্টিস ফর ওমেন গ্রুপে পোস্ট দিবে। এ্যহ,ব্যাটা এভাবে বলতে পারলো আমাকে? আমি কেন মশারি টাঙামু? কামের বেটি আমি? এরপর ভাইয়া আপুরা সাজেশন দিবে,আপু এই ব্যাটা আসলে খারাপ,তুমি বরং ডিভোর্স দিয়ে দেও।(এই পরামর্শদাতাদের উপর একদিন আল্লাহর গজব পড়বো)
সম্পর্ক কখনো সস্তা হয়না,যে সম্পর্কের মানে বুঝে সে কখনো সম্পর্ক ভাঙার কথা তো দূরে থাক মুখেও আনেনা। অথচ আমরা সম্পর্ক গুলোকে সস্তা বানিয়ে দিচ্ছি দিন বদলের সাথে রুচির বদলের মত করে। আর চারপাশে হা করে তাকিয়ে থাকা লোকের মুখের উপর ভিত্তি করে।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
নতুন বলেছেন: পঁচিশ বছরের বিবাহিত সংসার শেষ হয়ে গিয়েছিলো,হাজব্যন্ড তার ওয়াইফ কে বলেছিলো চা বানিয়ে দিতে আর ওয়াইফের মেজাজ খারাপ ছিলো। এই নিয়ে ঝগড়া লেগে দুজনেই আলাদা হয়ে যায়।
ব্যস,ভাবীর মনেও খুব আঘাত লাগলো। কিরে,ঠিকই তো আছে। শালা এতদিন ধরে আমাকে কামলা বানিয়ে রাখছে। নাহ,আর না! এই ব্যাটাকে সাথে নিয়ে আর থাকবোনা।
২৫ বছলের টানাপোড়েন ঐ দিনের ঘটনায় শেষ পরিনতি পেয়েছিলো।
শুধু মাত্র কয়েকদিনের ঘটনায় ২৫ বছরের সম্পক` শেষ হয়ে যায় না।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুইজনকেই বুঝতে হবে। দুইজনই ঝগড়া করলে আলাদা হওয়া ছাড়া উপায় নেই...
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: পঁচিশ বছরের বিবাহিত সংসার শেষ হয়ে গিয়েছিলো,হাজব্যন্ড তার ওয়াইফ কে বলেছিলো চা বানিয়ে দিতে আর ওয়াইফের মেজাজ খারাপ ছিলো। এই নিয়ে ঝগড়া লেগে দুজনেই আলাদা হয়ে যায়।
একটি ঘটনা বিচ্ছেদের জন্য দায়ী হতে পারে না। টুকরো টুকরো অনেক ঘটনা জমে গিয়ে বিস্ফোরন ঘটে একদিনের ঘটনায়।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
প্রোলার্ড বলেছেন: মেয়েদেরকে কানপড়া দিয়ে বিগড়িয়ে দেওয়া সহজ । তাই কোন সমাজ বা পরিবারকে কে ধ্বংস করতে শত্রুরা সেই সমাজের বা পরিবারের নারীদেরকে আগে টার্গেট করে।
আলাদা হতে চাইলে মেয়েদের উচিত রেট থাকতে থাকতে চলে যাওয়া । আউট ডেটেড কোন কিছু পাবলিক নিতে চায় না । ২৫ বছর সংসার করা নারীর বয়স মিনিমাম ৪০ হবার কথা । ছেলেদের বেলায় ব্যাপারটা উল্টো কারণ বয়স যত বাড়ে তার তত টাকা আসে যেটা তরুনী বা যুবতীদের ফার্স্ট প্রায়রিটি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো আপনার বেলায় ঘটছে, হয়তো