নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো বিরুদ্ধে আঙুল তোলার জন্য তার গোপনীয়তা জানা দরকার। আর যে ব্যক্তি আপনার গোপনীয়তা সম্পর্কে অবগত সে আপনার বিরুদ্ধে অকারণেই আঙুল তুলবে।
আমার মতে প্রতিটা মানুষের মাঝে কিছু না কিছু গোপন ব্যাপার থাকে। যে গোপন ব্যাপারগুলো পৃথিবীর কেউ জানবেনা। জানা উচিৎ ও না...
আর সে গোপন ব্যাপারগুলি যখন কেউ জেনে যাবে ধরে নিবেন সে'দিন থেকে আপনি আর মানুষ নেই। আপনার কাছে নিজের জন্য অবশিষ্ট কিছুই পড়ে নেই। আপনি একটা অসহায়,নির্লজ্জ ও দয়ার পাত্র হয়ে গেছেন।
আপনি হাটতেছেন, সে অকারণেই আপনাকে খোঁচা দিবে। ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও সে আপনাকে গুনে গুনে হাজার বার আঙুল তুলে ধরবে। আর যেটা আপনি কখনো মেনে নিতে পারবেন না।
একটা সময় আপনি,সত্য ও মিথ্যা দিয়ে কখনো কিছু হাসিল করতে পারবেন না। শরীর বলেন কিংবা মন,কোন কিছুইনা।
প্রতিটা মানুষের ভেতরে একটা সিক্রেট ম্যান থাকা উচিৎ। আর তার কাজ হবে কাউকে কিছু না জানানো। কখনোই না,মানে কখনোই না। আর তাকে হতে হবে একজন সিক্রেট ম্যান,বাহিরের জগত থেকে একদম আলাদা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
রিয়াজ হান্নান বলেছেন: আপনাকেও ডিয়ার
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৬
কানিজ রিনা বলেছেন: সৎ ব্যক্তির সততা মানুষের মাঝে আলো
হয়ে ধরা দেয় সততা গোপন থাকেনা।
অসততাও জীবভর গোপন থাকেনা একদিন
না একদিন বেড়িয়ে আাসবে পচাগন্ধের
মত। তবে অল্প ভাল ও মন্দ গোপন রাখা
যায়। বেশী ভাল ও মন্দ গোপন হয়না।
যেমন নেশা জাতীয় মাদকের ব্যবসা।
চুরি ডাকাতী খুন সারা জীবন গোপন
করা যায়না। আবার গোপনে দান করাও
একদিন মুখে মুখে ছড়িয়ে পড়ে।
সত্যকে অন্ধকারে রাখা যায়না।
আমি গোপন ধ্যানী ছিলাম যা আমি সব
সময় গোপন রেখেছি আমার কাছের মানুষ
খুব কাছের মানুষ বুঝতে পারলেও ধারনা
ভুল বলে প্রমান করি। যেমন আমার স্বামী
জানত কিন্তু উপেক্ষায় দিন গেছে
সন্তানেরা সবটুকুই বুঝে। ওরা বন্ধুবান্ধবের
কাছে বলে ফেলে কখনও কখনও আমার
মা ধ্যানী। এইটাই আপনাকে বললাম ভাল
মন্দ কখনও চাপা থাকেনা তা যদি জীবনের
সাথে জড়িয়ে থাকে। ধন্যবাদ নিজের অনুভূতি
আপনার লেখায় প্রকাশ করলাম।
খুব দামী কিছু উপস্থাপন করেছেন। আবারও
ধন্যবাদ।