নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

"তিন টাকায় ডিম কিনতে যুদ্ধে রাজধানীবাসী"

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০


"উত্তরা থেকে খামার বাড়িতে ডিম কিনতে আসা জাহিদুল বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে ডিম দেয়া হচ্ছেনা। সকাল পাঁচটা থেকে লাইনে দাড়িয়েও আমি ডিম পেলাম না"

"তিন টাকায় ডিম কিনতে যুদ্ধে রাজধানীবাসী"

"ডিম নিয়ে পুলিশের সাথে যুদ্ধ"

"ডিম দিবসে জনগনের উপর পুলিশের লাঠিচার্জ"

আমার মনে হয় ছ্যাছড়া বাঙ্গালীকে ডিম দিবসে পুলিশ কন্ট্রোল করতে পারতেছেনা,শীঘ্রই গরম পানি ঢালা হোক,সেনা মোতায়েন করা হোক,র‍্যাব ও সাদাপোশাকধারী পুলিশ দিয়ে তল্লাশি চালানো হোক।

বাসায় বাসায়,মেসে মেসে তল্লাশি চালিয়ে ডিমখোর জঙ্গিদের গ্রেপ্তার করা হোক। আই এসের সাথে তাদের সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক।

বিশ্ব ডিম দিবসে এরকম পরিস্থিতি জামাত বিম্পির হাত আছে,ছ্যাছড়া বাঙ্গাল ডিমখোরদের নিয়ে চক্রান্ত করেছে জামাত বিম্পি। আমাদের উচিৎ আরো সচ্চার হওয়া,বিষয়টা খতিয়ে দেখা হোক।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: মজা পেলাম

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: দারুণ মজার পোষ্ট।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

আ্যাডোনিস. বলেছেন: গোপন সূত্রে জানা গেছে ডিম কিনতে যাওয়া ৯৮%পাবলিক মেস ম্যানেজার। =p~

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

পবন সরকার বলেছেন: এত মানুষ ডিম কিনতে যাবে এটা আয়োজকরা ভাবতেও পারে নাই।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

ত্রিকোণমিতি বলেছেন: We the Bengali

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: proud to be a bangladeshi

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: বিশ্ব আলকাতরা দিবস বলতে যদি কিছু থাকে। আর দিনটি যদি পালন হয় এদেশে। তাহলে সেদিন নিশ্চয়ই মাগনা আলকাতরা নিতে জড়ো হবে গোটা শহর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.