নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০০ সালের আগেকার তরুণ-তরুণীরা মোবাইল পায়নি,পায়নি হাতের কাছে নামীদামী লেখকের বই। দুইচার গ্রামে মিলে একটা টিভি ছিলো,হাতে হাতে রেডিও।
একটা রেডিওর মূল্য কেমন ছিলো সেটা একালের তরুণতরুণীরা কখনই বুঝবেনা।
সারাদিন ঘুরাঘুরি,তাস খেলে গভীর রাতে ঘরে এসে রেডিও এন্টিনা উপরে তুলে কানের কাছে নিয়ে গান শুনত,বাবা মা টের পাইলে তো খবরই আছে।
'দ্য ইলুমিনাটাস' বইটা খুজতেছিলাম গুগলে,ভাইয়া খাওয়ার জন্য বেশ কয়বার ডাক দিলো। খাবার টেবিলে বসেও মোবাইল গুতাচ্ছি,জিজ্ঞেস করলে বললাম,বই খুজতেছি।
তারপর বলল,
হায়রে,দুনিয়া তোদের ডাইনিং টেবিলে,তবুও সন্তুষ্ট না তোরা।
আমাদের সময়ে আমরা ম্যাগাজিন পড়তাম। মৌসুমি ওমর সানির ম্যাগাজিন,সালমান শাহ শাবনুরের ম্যাগাজিন। আগরতলা বিলনিয়া এফএম শুনে কাটিয়ে দিয়েছি কত রাত।
©somewhere in net ltd.