নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মানুষকে খুব বেশি বিরক্ত করা উচিৎ না,একটা মানুষকে বার বার কিংবা হাজারবার ভালোবাসি বলাটাও উচিৎ না। হতে পারে সে এতে খুব বিরক্ত না হয় সে নিরুপায়।
বিরক্ত কিংবা নিরুপায় দুটোয়ার পাল্লা সমান ধরা যায়,আজ অব্দি যত প্রেমিক ভালোবেসেছে তাদের সবার সাথে প্রায় এমন কিছু ঘটেছে।
আক্ষেপ কিংবা হতাশার কিছু নেই...
তোমাদের ভালোবাসাটাই মূখ্য বিষয়,তোমরা ভালোবেসেছো,ভালোবেসে যাও। তবে যারা বিরক্ত হয় কিংবা নিরুপায় থাকে তাদেরকে বারবার কিংবা হাজারবার ভালোবাসি বলার প্রয়োজন পড়েনা।
বরং তোমরা ধীরে ধীরে তাদের ছাড়া থাকতে শিখে যাও,যোগাযোগ কম রাখো,হলুদ শাড়িতে তার ছবিখানা মানিব্যাগ কিংবা গ্যালারিতে রেখে দেখা বন্ধ করে দাও। একটা গ্যাপ তৈরী করো।
সে তোমাকে ভুলে যাবে,অথবা সে তোমাকে খুউউউব মনে করবে,সে একদিন তোমাকে হয়ত ভালোবাসবে,হয়ত না। তবে এটা সত্য যে,সে একদিন মন খারাপ করে ভাববে,আহারে একটা পাগল আমাকে বিরক্ত করত,কিংবা আহারে একটা ছেলেকে ভালোবাসতে পারিনি আমি নিরুপায় ছিলাম বলে।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: উভয় দিকেই থাকবে হয় আক্ষেপ নয় হতাশা।এটাই ভালবাসা না বাসার পরিণতি।