নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের চোখকে সামলাও,বিষাক্ত মনকে সামলাও,দুটো হাত,কান,শরীরের রক্তচাপ কে সামলাও। তুমি নিজেকে সামলে নাও...
নিজেকে বাঁচিয়ে নাও,গোপনকে গোপন রেখে অন্যর দ্বারা নিজের ক্ষতিকে সামলে নাও। নিজের জীবন বাঁচাতে আরো উৎসাহিত হও,এবং আরো মনোযোগী।
রাজ্যর অগ্নিগিরি আরো ধ্বংসাত্মক হয়ে উঠবে,তারা বিশৃংখলা সৃষ্টি করবে ধ্বংসের দ্বারা। তোমাকে আরো সচল,আরো কট্টর হতে হবে। এসব ছলাকলা দিয়ে তোমাকে রক্তাক্ত করতে চাইবে। তুমি শক্ত থেকো।
তারা তোমাকে একটা দ্বিধায় ফেলে দিবে,রাতটা দিন আর দিনটা রাতের মত। আলো আধারের মাঝে অতঃপর তুমি নিজেকে একটা গাড়ো অন্ধকার জেলখানায় আবিষ্কার করবে। মনে রেখো,এসবকিছুই মূলত একটা ধোকা।
তোমার শহরে তারা জোনাকিপোকা হয়ে আসবে,এক ঝুম বৃষ্টির রাতে ম্যাজিকলাইটের মত আলো ছড়াবে। ভুলে যেওনা,এটা মৃত্যুফাঁদ,তারপর তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে তোমার সব অধিকার কেড়ে নিবে।
তোমাকে আবার জন্ম নিতে হবে,কোন এক ভোরবেলায় যখন সূর্য উকি দিবে তখন, জিন্সের পকেটে দু হাত রেখে সব মায়া ত্যাগ করতে হবে।
তোমাকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে আলোর রশ্মির মত করে। অথবা আলোর গতির মত করে,যাকে কেউ ছুঁয়ে দিতে পারবেনা,ধ্বংস করতে পারবেনা।
২| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১০
ফেরদৌসা রুহী বলেছেন: সব কিছু জেনে বুঝেও আমরা কেন জানি নিজেকে সামলাতে চাইনা।
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: আর জন্ম নিয়ে লাভ নাই, এই নোংরা আর বদ লোকে ভরা পৃথিবীতে।
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০০
ওমর আল হাসান বলেছেন: বাহ
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১
মনিরা সুলতানা বলেছেন: তোমাকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে আলোর রশ্মির মত করে। অথবা আলোর গতির মত করে,যাকে কেউ ছুঁয়ে দিতে পারবেনা,ধ্বংস করতে পারবেনা ।
বাহ !!!!
দারুন হবে তাহলে । সবচাইতে ভালো হয় দ্বিতীয় জন্মে যদি মন নামের কিছু না থাকে ;আলোর গতি হয়ে সবাই কে ছুঁয়ে যাব ।