নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

অনেকগুলো গল্প শোনাবো,একজন অ-যুক্ত মানুষের গল্প!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১


আমি তাকে মনে রাখবো,কখনো ভুলে যাবনা,ভুল করেওনা। এখানে ভুলের সঙ্গা শুধু ভুল-ই,এখানে সুযোগ একবারই আসে বারবার না।

ভুল মানে ক্ষমার অযোগ্য। আজ অব্দি যারা ক্ষমা পেয়েছে তাদের চেহারা দেখে আগামী একশো বছর নির্বিঘ্নে কাটিয়ে দেয়া যাবে।

সাধারণত আমি, আমরা, তুমি, তারা, এদের গল্পগুলো জমানো হয়ে থাকে। এদের গল্প শুনে কয়েক ঘন্টা আরামসে কাটিয়ে দেয়া যায়। চেহারায় কোন বিরক্তির ছাপ পড়েনা।

মাঝে মাঝে আমার এমন হয় যে,একটা সিগারেট ধরিয়েও মজা পাওয়া যায়না,আমি শান্তি চাই,দুই চারটা টান দেয়ার পর অহেতুক শান্তি উধাও। কিন্তু এদের গল্প শুনে আমি বিরক্ত হইনা,কখনোই না।

একটা গল্প বার বার শুনে আমি দুঃখ করি,আগামী কয়েক ঘন্টা আমার মনের ভেতরে গল্পটা ঘুরবে। আমি দুঃখ পাবো,এটাকে এক প্রকার শান্তি বলা যায়,যা সাধারণত আমরা গল্প উপন্যাস পড়ে পাই।

আমরা নিজেদের দুঃখ কষ্টগুলো প্রকাশ করে হালকা হই,আর তারা গল্প শুনে। বেশ তো,চলে যাচ্ছে।

অন্যর দুঃখে দুঃখ পাই আমরা,কেন পাই তা জানিনা। তবে দুঃখের চেয়ে সুখটা দীর্ঘদিন লালন করি,যেখানে দুঃখের গল্পের লিমিট মাত্র কয়েক ঘন্টা।

আমি একদিন গল্প বলব,অনেকগুলো গল্প,একটা হারিয়ে যাওয়ার গল্প,একজন বিকারগ্রস্ত মানুষের গল্প,একজন নিকৃষ্ট অ যুক্ত মানুষের গল্প। যে গল্প তোমাদের মনে কয়েক ঘন্টা থেকে যাবে,যে গল্প কয়েকবার শোনার পর ও তোমাদের বিরক্তি আসবেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: যে গল্প পড়ে তার রেশ অনেকক্ষন থাকবে বিরক্ত লাগবে না। এমন গল্পই তো পড়তে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.