নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

আপনার উপর আওয়ামীলীগের শান্তি বর্ষিত হোক!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬


সালামের ব্যাপারে আমি প্রচুর আগ্রহী,তবে সালাম দিতে নয়,সালাম নিতে। কেউ যখন আমাকে ফোন দেয় আমি সালাম নিয়ে নিই,সে দিলে দিবে না দিলে নাই আমার দায়িত্ব আমি নিয়ম করে পালন করি।

প্রতিটা এলাকায় কিছু ভং ধরা বড় ভাই,ভং ধরা মুরব্বী আছে যারা কিনা সালামের ব্যাপারে তেব্র আগ্রহী। এদের সালাম দিলেও দোষ,না দিলেও দোষ,আস্তে দিলে বলবে,বেয়াদব ছেলে সালাম ও ঠিক মত দেয়না,জোরে দিলে বলবে,বেয়াদব ছেলে গলার জোর দেখছেন? আস্ত একটা বেয়াদব হচ্ছে।

সালামের খায়েশ মিটে গেছে...
বিকল্প কিছুর প্রয়োজন,খুব বেশি প্রয়োজন।

সন্ধ্যায় বের হওয়ার সময় এক বড় ভাইকে দেখে বললাম,জয় বাংলা। এটা বলাতে সে এমন রিয়েক্ট করলো যেন আমি বঙ্গবন্ধুর ছবিতে গুলি করে আরো একবার তাকে খুন করেছি,হায়রে বোকা,বোকা কারে কয়।

হয়ত আমাকে টার্গেট এ রাখবে,ডিবি,অথবা চাপাতির। আমি এটা নিয়ে চিন্তিত না,দ্যাশপেমে আমি বিশ্বাসী,ইসলাম দ্যাশপেম নিয়ে খুবই কট্টর। দ্যাশের আইন মানতে হবে,পচুর ভাবে মানতে হবে তবেই তো একজন সাঁচ্চা ঈমানদার দ্যাশপেমিক হিসেবে বেহেস্তের টিকেট পাবো। আর আমি বেহেস্তের জন্য সব করতে পারি।

যাকে পাবো সামনে তাকেই জয় বাংলা বলব,বাসায় ডুকে আব্বু আম্মুকে দেখে জয় বাংলা বলব,রুমের দরজার উপরে জয় বাংলা লেখা একটা স্টিকার ঝুলিয়ে দেব,বাসর ঘরে ডুকে জয় বাংলা বলে বউয়ের ঘোমটা খুলে খেমটা নাচবো।

জয় বাংলা,বাংলার জয়!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


জয় বাংলা ছিল বাংগালীদের শ্লোগান ১৯৭১ সালে, অনেকটা পাকিস্তানীদের বিপক্ষে; আজকে তার গুরুত্ব কমে গেছে।

কোন এক ইডিয়ট কোর্টে রিট করেছে, কোন এক লিলিপুটিয়ান হামিম কি সব ম্যাঁও প্যাঁও রায় দিয়েছে।
যাক, এসব ধরণের বেকার বুদ্ধির লোকের অভাব বাংলায় কখনো ছিলো না।

তবে, ১৯৭১ সালে জয় বাংলা একটি বিরাট অস্ত্রের মতো ছিলো।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বিদেশে কামলা খাটি বলেছেন: বার বার সামরিক শাসন আসায় জয় বাংলা হারিয়ে গেছে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি আংকেলের মন্তব্যে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.