নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ভেবেছিলে তুমি যাবার পর আমি থেমে যাবো,আমি ভালোবাসতে ভুলে যাব? হা হা,তুমি যাবার পর আমার ভালোবাসা বেড়ে গেছে,প্রেম বেড়ে গেছে। তরুলতার সাথে আমার প্রেম মৃত্যুর আগ অব্দি থেকে যাবে। তুমি ভুল,তুমি বোকা।
সৈকত ভাইয়ের সাথে সম্পর্ক টা ও আমার বেড়ে গেছে। রাত বিরাতে উনাকে বাইরে থেকে ডাক দিলেই সাড়া দেয়,কোন প্রকার বিরক্তির ছাপ দেখিনি আজ অব্দি।
- সৈকত ভাই,একটা লাগবে আমার।
- দাড়ান ভাই দিচ্ছি।
পৃথিবীতে কত রকমের সম্পর্ক আছে আমার জানা নেই,তবে সৈকত ভাইয়ের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক না,তবুও লোকটা আমার ডাকে সাড়া দেয়। এলোমেলো একটা রুমে হাড়ি-পাতিল বিছানা। আহ,জীবন সুন্দর।
পকেটে বিশ টাকা নিয়ে কতদিন বেরিয়েছি,বাসায় ফেরার সময় ১০-১২ টা সিগারেট কিনে হিসেব করতে গেলেই বোঝা যায় বাকি নগদে আমার জঞ্জাল হিসেবের খাতা।
তুমি ভেবেছিলে বেকারত্ব জীবনে আমি থমকে যাবো,তুমি ভেবেছিলে আমি আর হাটতে পারবোনা,দৌড়াতে পারবোনা। তুমি ভেবেছিলে আমি একদিন ঘুমিয়ে পড়বো।
হা হা তুমি কত বোকা ছিলে...
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: কারো জন্য কিছু থেমে থাকেনা, জীবন চলমান।
শুধু ক্ষতটা রয়ে যায়।