নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় আগন্তুক

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২


প্রিয় আগন্তুক,

আমি তোমাকে পেয়েছি নাকি হারিয়েছি আমি জানিনা,আমি এতটুকু বুঝতে পেরেছিলাম আমি তোমাকে ভালোবেসেছি।

প্ল্যান করে অনেক কিছু হয়,ফুটবল মাঠে খেলা,ব্যবসা,প্রেম হয় কিনা আমি জানিনা। তোমার সাথে আমার প্রেম ছিলো? হয়েছিলো? জানিনা...

আমার কোন প্ল্যান ছিলনা,হুট করেই সব হল। আমি ছিলাম হতবাক,নির্বাক,নির্বোধ,নিকৃষ্ট। আমার কোন উদ্দেশ্য নেই,ভবিষ্যৎ অথবা বর্তমান। যারা ভবিষ্যৎ,বর্তমান নিয়ে ভাবে আমি তাদের দলেও না।

তোমার জন্য প্রথমবার হিসেব কষেছিলাম,অনেক ভেবে,অনেক কিছুই করতে চেয়েছি। করা হয়নি,হবেওনা। তোমার হয়ত ভবিষ্যৎ প্রয়োজন ছিলো,অথবা বর্তমান। আমি এইসবে কখনো আনন্দ পাই ও না।

তোমার জন্য আমি তোমাকে হারিয়েছি,আমি লোভী না,আমি এসব নিয়ে ভাবিনা। আমি অন্ধকার প্রিয় মানুষ,আর তুমি আমাতে বড্ড বেশি বেমানান ছিলে।

হা হা,অথচ তোমাকে ছাড়া সম্ভব হয়ে উঠেনি,সম্ভব হবে কিনা তাও আমার অজানা। আমি জানি, প্রতিটা মানুষ যত হাসিখুশি থাকুক না কেন সন্ধ্যা নামার পর একটা পোড়া গন্ধ নাকের কাছে ভেসে বেড়াবেই।

ভালো আছো তো না? ভবিষ্যৎ অথবা বর্তমান প্ল্যান কি? আমাকে না জানালেও চলবে।

ইতি
নিকৃষ্ট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: রাগটা একটু কমান।
রাগে বেশির ভাগ সময় মানূষের ক্ষতি'ই হয়।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

কানিজ রিনা বলেছেন: আমি অন্ধকার প্রিয় মানুষ,প্রেম কি অন্ধকার?
নাকি আলো?

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

নূর-ই-হাফসা বলেছেন: ইচ্ছে করলেই সবকিছু যেমন ঠিক করা যায় ,তেমনি ভেঙে ফেলাও যায় ।
আপনি বেমানান, চেষ্টা করুন মানানসই হতে , তাকে বুঝুন আর নিজেকে বুঝুন । অযথা ইগো ধরে রেখে সম্পর্ক ভাঙা বোকামি ।
একটা সময় থাকে যখোন হাহাকার করা ছাড়া কিছুই করার থাকে না । তাই সময় কে কাজে লাগানো উচিত ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

কামরুননাহার কলি বলেছেন: হায় হায় আপনে তো কিছুই জানেন না। তাহলে জানেন কি। আপনার কাছে সবটাই অজানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.