নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

সে যখন প্রথমবার এসেছিলো...

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩


সে যখন প্রথমবার এসেছিলো সাথে নিয়ে এসসেছিলো ছোট্ট একটা কাগজে কয়েকটা শব্দে গড়া দুইটা লাইন।

অনেক বছর আগে একটি মন খারাপের রাতে সে ডায়েরির একটি পাতা ছিড়ে আঁকিবুঁকি করেছিলো। যেখানে আমি আর সে ছিলাম। নিচে লেখা ছিলো আমাদের কোড নেম।

চার সংখ্যার এই আমাদের কোড নেম'টা কিছুদিন আগেও আমি দেখেছি। ভালোভাবে দেখেছি।

সত্য বলতে আমি তাকে এখন আর ভালোবাসিনা। বন্ধুদের আড্ডাও জমেনা,কেউ আর আমাদেরকে কোড নেম ধরেও ডাকেনা।

আমি সে সময়টাকেও এখন আর মনে করিনা। মনে করার দরকার পড়েনা। আমি ভালো আছি!

দুটো কাগজ এখনো মানিব্যাগের এক কোণে পড়ে আছে।

মাধ্যমিক পরীক্ষার তিন মাস আগে একটা শিক্ষক নিয়োগ দেয়া হয় হিসাব বিজ্ঞান ক্লাসের জন্য। উনার নামটা আপাতত মনে পড়ছেনা,এই তিন মাসে আমি ক্লাস করেছি দুইবার। প্রথমবার আমাকে ক্লাসে দেখে উনি ভেবেছিলো আমি বহিরাগত,হা হা।

প্রায় তিনটা মাস কেটে যাচ্ছিলো,আমি শেষের কোন একদিন ক্লাসে উপস্থিত হলাম। সেদিন উনি তার প্রেমিকা নিয়ে কথা বলতেছিলো,মানিব্যাগ খুলে একটা ছোট্ট কাগজ দেখালো,যেখানে তার প্রিয় মানুষের আগমনের বার্তা ছিলো।

আমি তাকিয়ে রইলাম,সাদা কাগজটার রঙ পালটে গেছে,অনেকটা হলুদবর্ণ অথবা কেমন জানি একটা রঙ হয়ে গেছে। উনার স্কুল জীবনের ঘটনা,অনেকগুলো বছর আগের।

আরো অনেক কথাই বললেন যা কিনা আমার মনে নেই,আমি সহজেই ভুলে যাই,ভোলামন রুগি। শেষের দিকে বলেছিলেন,সত্যি বলতে আমি তাকে এখন আর মনে করিনা,ভালোবাসিনা,আমি এখন অনেক ভালো আছি।

হ্যা,আমরা অনেক ভালো আছি,ভালো থাকবো। এটাও সত্য আমরা তাদেরকে ভালোও বাসিনা। কিন্তু মানিব্যাগের কোণায় জমে থাকা কাগজগুলো থেকে যাবে। অথবা বুকসেল্ফের কোন একটা বইয়ের ভাজে।

এর কোন কারন নেই,অকারণেই হয়ত। তবুও...

হা হা!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

মিঃ সালাউদদীন বলেছেন: স্মৃতিচারণ, পড়ে ভালো লাগলো, সবার মনের কথা গুলো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০

রিয়াজ হান্নান বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

নাহিদা সুলতানা বিডি বলেছেন: দারুন..পড়ে ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০

রিয়াজ হান্নান বলেছেন: ধন্যবাদ...

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৯

রিয়াজ হান্নান বলেছেন: ভালো আছেন?

৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৮

নূর-ই-হাফসা বলেছেন: কিছু ভালোবাসা আড়ালে থাকে । নিজের কাছে স্বীকার করতে দ্বিধা বোধ হয় ,কিন্তু তবুও সযত্নে মনের কোন অংশে ঠিকই থাকে ।
লেখা টা ভালো লাগলো ।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১০

রিয়াজ হান্নান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.