নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর তুমি যখন কনকনে শীতের গভীর রাতে হাইওয়ে ধরে হাটবো তখন আমাদের হাতে থাকবে চায়ের কাপ।
বাস ট্রাক নিজ গতিতে চলবে,কাভার্ডভ্যানের বাতাসে হাত পা জমে যাবে। আমার বারোমাসি ঠাণ্ডা হাত দুটো যখন তোমার গলায় রাখবো তুমি চেঁচিয়ে উঠবে।
চায়ের কাপের উষ্ণতা ফুরিয়ে যাবে,তোমার কাপা ঠোঁটজোড়া উষ্ণতা খুজে বেড়াবে। পৃথিবী তার চোখের লজ্জা ঢেকে নিবে এক মুহূর্তের জন্য।
হা হা!
আমি আর তুমি কখনো বুড়ো হবনা,আমাদের যৌবন হবে একটা নিষ্ঠুর পাথরের মত শক্ত। যে পাথরকে আজকালকার প্রেমিক প্রেমিকারা অভিশাপের চোখে দেখে।
তোমাকে কোন এক বর্ষায় ঘরে তুলে নেব। বুকে শুইয়ে ভুতের গল্প শোনাবো,তুমি ভয় পেয়ে ঝাপটে ধরবে আমায়।
©somewhere in net ltd.