নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর কি সিরিয়ায় থাকেন না? নাকি তিনি সিরিয়া কে দেখছেন না? তবে কি তিনি রাশিয়া আমেরিকায় থাকেন?
ঈশ্বর সবই দেখেন,ঈশ্বর রয়েছেন সব জায়গায়,তিনি দেখতেছেন তোমাদের কৃতকর্ম,তোমাদের অপকর্ম।
চায়ের কাপে চুমুক দিতে দিতে বলতেছি,ঈশ্বর তুমি কেন নীরব? তোমার কি সামর্থ্য নেই? নাকি তুমি অক্ষম হয়ে গেছো?
হা হা,এই ধরনের লেখাগুলো পড়ে চোখের কোণে জমাট বাধা পানির সাথে তীব্র হচ্ছে ক্রোধ।
আমাদের অস্ত্র আছে,টাকা আছে কিন্তু আমরা নীরব। মানচিত্র খুলে দেখতে পেলাম সিরিয়াকে ঘিরে রয়েছে কয়েকটি মুসলিম দেশ।
তুরকী,লেবানন,জর্ডান,ইরাক,আজারবাইজান,ইরান,মেক্কা,ইয়েমেন,সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাত।
এই মুসলিম দেশগুলোকে ডিঙিয়ে সিরিয়াতে হামলা চালানো হচ্ছে,অথচ এরা চুপ। এদের আকাশপথ ব্যবহার করা হচ্ছে অথচ তারা চুপ।
আমরা একে অন্যকে সাহায্য করছিনা,বরং আমরা ঈশ্বর কে আদেশ দিচ্ছি। হে ঈশ্বর,তুমি জালিম ও অত্যাচারীকে ধ্বংস করে দাও,মাটির সাথে মিশিয়ে দাও।
মসজিদে জুম্মার পর বড় মোনাজাত ধরি আর বলি,
হে আল্লাহ,
তুমি জালিমকে ধ্বংস করে দাও,অত্যাচারী'কে মাটির সাথে মিশিয়ে দাও,এইটা করে দাও,ঐটা করে দাও। আমরা তোমার গুনাহগার বান্দা,আমাদের মোনাজাত তুমি কবুল করো।
পেছন থেকে সবাই আমিন বলে সাড়া দেয়।
আমরা ঈশ্বরের গোলাম নাকি ঈশ্বর আমাদের গোলাম?
আমি অবাক হয়ে যাই,বার বার অবাক হই!
আমরা কোন কিছু ভালোভাবে সম্পন্ন করতে পারলে তার ক্রেডিট ঝটপট করে নিজেদের করে নিই,যখন আমরা কিছু পারিনা,চেষ্টা করতেও ভয় পাই তখনই সব দোষ ঈশ্বরের হয়ে যায়। ঈশ্বর তখন অন্ধ হয়ে যায়,ইউরোপ আমেরিকার বাসিন্দা হয়ে যায়।
©somewhere in net ltd.