নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরকম একটা শীতের ভোররাত,সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি অথবা জোনাকিপোকার লাইটের আলোর মধ্যেরাতে হারিয়ে যাবার স্বপ্ন কেবল স্বপ্নতেই বাস্তব হয়ে গেলো।
ধরে নেয়া যাক আপনি এখন ঠিক এরকম একটি স্বপ্নতে বাস করছেন...
মধ্যে দুপুরে ঘনকুয়াশার শৈত্যপ্রবাহ ভেদ করে সূর্যের যে রশ্মি মাটিতে পড়ে যে গুল্মের জন্ম নেয় ঠিক একি রকম ভাবে মাটিতে লুটে পড়া ঘুণে ধরা মস্তিষ্ক শৈত্যপ্রবাহ ভেদ করে আসমানে জন্ম নিলো একটি গাছের,গাছের নাম ওয়াটার হেমলক!!! আসমানে ওয়াটার হেমলক গাছ আছে কিনা জানিনা!
এখন আপনি দরদ গলায় শিরোনামহীন শুনছেন,তানজীর তুহিন গাইছে ' একা পাখি বসে আছে শহুরে দেয়ালে' আর আপনি শ্বাস ছেড়ে দিয়ে বিষণ্ণ মনে এক নজর দেয়ালের উপরে বসে থাকা পাখিটির দিকে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন ওয়াটার হেমলক কি পাখি হয়? আচ্ছা পাখিটির নাম হুডেড পিটোহুই??????
কোন এক সন্ধ্যা বেলায় আপনার শীতল দুই হাতের তালুতে গরম চায়ের ভার নেই,ঠোটে লেগে থাকা সিগারেটের ফিল্টারে কোন নিকোটিন নেই,অথবা আপনার থাকা না থাকার মধ্যে দূরত্ব খুব বড়জোর তিন মিনিটের ঐ জলন্ত সিগারেট আর মাথাভর্তি শ্বাসাঘাত,প্রতিঘাত কিংবা বিলীন হয়ে যাওয়া মস্তিষ্কের অ-যুক্ত সুখ।
ধরুন হঠাৎ করে কোন এক ভোরে উঠে দেখলেন আপনার কথা কেউ শুনছেনা,কেউ আপনাকে দেখছেনা,একটু পরেই আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেলো বেওয়ারিশ কোন ঘরে। আপনি আসমানে পাড়ি জমালেন,আপনার বন্ধু কে? হেমলক গাছ? হুডেড পিটোহুই?
২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭
নাহল তরকারি বলেছেন: জানুয়ারি মাস। বাহিরে বৃষ্টি পড়ছে। এমন রাত্রি বেলায় খিচুরি খেয়ে শুয়ে পড়াটা খুব আরামের। সাথে ইউটুব থেকে গোয়েন্দা সিরিজের গল্প বা ভূতের গল্প হলে মন্দ হয় না। সমস্যা হচ্ছে লেপের নিচে গেলে, ১০ মিনিট পর পর প্রসাব ধরে। যা খুব বিরক্তিকর।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: মৃত্যুর পরের চিন্তা, মৃত্যুর আগে করা ঠিক না। এতে শান্তি নষ্ট হয়ে যায়।
৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ওয়াটার হেমলক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ। সে গাছেই তো মৃত্যু অনিবার্য।
৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: সুন্দর! অন্য রকম।
কিন্তু শীতেও হেমলক চাই না।
অনেক দিন বাঁচতে চাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯
নয়ন বড়ুয়া বলেছেন: সব তো আলাদা আলাদা সময়ের বর্ণনা। তাই সবাইকে দরকার। সবাই বন্ধু। সুন্দর লিখেছেন।