নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

ফরহাদ মজহার কোন ধর্মের প্রতিনিধি?

০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৭


ফরহাদ মজহার কোন ধর্মের প্রতিনিধি?

এক টাইপের মানুষ আছে খেয়াল করলে দেখবেন, এরা চায় আপনাকে তাদের মত করে চলতে বাধ্য করা,যেমন আপনি ধর্ম কতটুকু পালন করবেন,কি পোশাক পরলে আপনার জন্য ভালো হবে,পর্দা কোথায় করতে হবে কোথায় করা যাবেনা,কতটুকু করতে পারলে আপনি অসাম্প্রদায়িক, কতটুকু করলে আপনি উগ্রবাদী,গংগি হবেন,কাদের সঙ্গে মিশলে আপনি ভালো বা খারাপ,ধর্ম কই অব্দি থাকতে পারবে,কই অব্দি পারবেনা ইত্যাদি ব্যাপারগুলো ডিসাইড করতে।

৫ আগস্টের পরবর্তীতে ফরহাদ মজহারকে আমার সর্ব ধর্মের প্রতিনিধি হিসেবে মনে হয়। যা আগে বড় টিপ,জাতীয় সংগীত গেয়ে কান্না,কানেধরা পার্টির লোকেরা করতো তাদের নতুন প্রতিনিধি হিসেবে ফরহাদ মজহারকে প্রেজেন্ট করতেছে।

অন্যদিকে ফরহাদ মজহারকে মাঝেমাঝে আমার কুস্টিয়ার মাল ও মনে হয়,একই ভাবে আবার সুফিজমের বাঙ্গু ভার্সনের প্রতিনিধি ও মনে হয়। তবে আমার এইটুকু বিশ্বাস ফরহাদ মজহার 'র' এর এজেন্ট না। উনি পশ্চিমা ও ভারতীয়দের ইসলাম ধর্মের একজন প্রতিনিধি হিসেবেই গন্য করছি। একটা সেক্যুলারিজম সুফিজম ও ইসলাম ইস্কন বাউল ভিত্তিক একটা নতুন ধারার ধর্মের আবির্ভাব ঘটাতে যাচ্ছে।

এখন তোমরা ফরহাদ মজহার কে কি বলে ডাকবা? শাউয়ো??

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:


বাংলাদেশের একপিছ ভন্ড।

ইহার চেয়ে বদমাশ আর হয় না।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০৭

জেনারেশন৭১ বলেছেন:



উনার ধর্ম ভন্ডইজম।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৪

সৈয়দ কুতুব বলেছেন: তিনি মজ্‌হারিজম ধর্মের গুরু!

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪২

কামাল১৮ বলেছেন: ইউনুস এবং উনি কে বড় ভন্ড নির্ণয় করা কঠিন।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪৬

কামাল১৮ বলেছেন: ছাত্রাবস্থায় ভালো দাবা খেলতো।অনেক দিন চেষ্টা করেও হারাতে পারি নাই।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: অনেকেই বলেন, আমার সাথে ফরহাদ মজহারের বেশ মিল।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

রানার ব্লগ বলেছেন: যে নিজে কালী উপাসক সে দেয় ধর্মের উপদেশ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:২৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:



রাজীব নুর বলেছেন: অনেকেই বলেন, আমার সাথে ফরহাদ মজহারের বেশ মিল





ছি ছি ছি তুমি এতো খারাপ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.