নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

বিএনপি ঠিক কতটা ভঙ্গুর?: রিয়াজ হান্নান

০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৯


বিএনপি ছাত্রদল যুবদল ইত্যাদি কতটা ভঙ্গুর ও বিচ্ছিন্ন তা তাদের নেতাকর্মীদের বেফাঁস কথাবার্তা প্রমাণ করে। বাংলাদেশের বিএনপি আর জিয়া পরিবারের লন্ডন রাজনীতির বিশাল গ্যাপ আছে। তা না হলে ছাত্রদল সভাপতি সেক্রেটারি কেন অহেতুক অন্য ছাত্র সংগঠন নিয়ে কথা বলতে যাবে? কেন কেন্দ্রীয় ছাত্র সংগঠনের সভাপতির ছাত্রত্ব থাকবেনা বছরের পর বছর ধরে? ছাত্রদলের কি কার্যক্রম ছিলোনা? গত ষোলো বছরে রিভজি ভাইদের মত বিচক্ষণ মানুষেরা কেন এখন আওয়ামী স্বরে কথা বলবে? তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ বা আগামীর বাংলাদেশের রোডম্যাপ কি তাহলে? ৩১ দফার কার্যকরী তো বিএনপির মধ্যেও দেখা যাচ্ছেনা। নাকি বিএনপির নেতৃত্বে ফাটল??

এই প্রশ্নের জবাব কে দিবে? নিজেদের প্রোগ্রামে অন্যদের মিশিয়ে কথা না বলে অন্যদের চেয়ে বেশি কিছু করে দেখান,সায়েন্স ফেস্ট হতে পারে,জিয়াউর রহমান যেহেতু সবুজের মানুষ ছিলেন আপনারা কৃষকদের নিয়ে একটা আয়োজন করতে পারেন যাতে শহীদ জিয়ার বুনে যাওয়া স্বপ্ন ও জাতীয়তাবাদ মিলে একটা মডার্ণ বাংলাদেশ পায় জনগন। এত কিছু না পারলে ভাই প্লিজ শীতকালীন মেলা করুন,অন্যদের পুঙায় সাইধা আঙুল না দিয়ে নিজেরা আনন্দ উল্লাস করুন তাও ভালো।

তবে এই টাইপের আইডিয়া গুলা কাজে লাগাতে পারলেই যে সংগঠন নিয়ে আপনারা বকবক করেন ঐ সংগঠনের সঙ্গে টক্কর দেয়া সম্ভব হবেনা,প্রভাব কিংবা আধিপত্যের রাজনীতির কবর হয়ে গেছে। মেধাকে কাজে লাগান,দেশ ও শহীদ জিয়ার স্বপ্নে একটু জল দিন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৩

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি যাই বলুক তারা ৭২ এর সংবিধানের পক্ষে দাড়িয়েছে। এই সংবিধান লাখো শহীদের রক্তের উপর দাড়ায়ে লেখা হয়েছে। সেনাবাহিনীকে ও ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা সরে যাওয়াতে বিএনপি আশার আলো দেখছে।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

ক্লোন রাফা বলেছেন: কোন কোটায় জিয়া শহিদ?হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর সহকর্মীদের হত্যার জন্য কি এই ঊপাধি ⁉️যদি তা হয় তাহলে মেনে নিবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.