নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

আমাদের আপোষহীন নেত্রী

০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৭


ফ্লাইট,কাতারী আমির কিংবা কোথায় কি সম্মাননা পাবে তার চেয়েও অনেক মর্যাদাবান হলেন ম্যাডাম জিয়া। আমাদের কাছে ম্যাডাম জিয়া সার্বজনীন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন,শুধু তাই নয়,দীর্ঘ দমন নিপিড়নের মধ্যে দিয়েও দেশ থেকে পালিয়ে যাননি,না লন্ডনে গিয়ে মেরুদন্ড ভাঙা সন্তানের সঙ্গে বিলাসবহুল জীবন কাটিয়েছেন।

কিভাবে স্বৈরাচারের চোখে চোখ রেখে এই দেশে রাজনীতি করতে হয়,কিভাবে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে,অসুস্থ থেকেও কোর্ট থেকে শুরু করে রাজনৈতিক বিষয়গুলো সামাল দিয়েছেন তা বিএনপির নতুন প্রজন্ম কিংবা পুরান প্রজন্মের স্টাডি করা উচিৎ। জাতীয়তাবাদ কেবল ব্যানার পেস্টুন মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দেয়া না। এই সমস্ত ব্যাপারগুলো থেকে বেরিয়ে রাজনীতির মত রাজনীতি করতে হবে,দেশের জন্য,স্বৈরাচার হটানোর জন্য।

যারা বলছেন তারেক জিয়া পালিয়ে গিয়েছে,তারেক জিয়া পালিয়ে গিয়েছিলো নাকি তাকে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে বিমানে উঠিয়ে দেয়া হয়? ভিসা নিয়ে যেতে পেরেছেন কিনা সেটা নিয়েও আছে সংকা,এটাকে আবার স্বৈরাচাররা হাসিঠাট্টা বিদ্রুপের সঙ্গে বলত 'তারেক জিয়া ভিসা'।

আমাদের এই আপোষহীন ষোলো বছরের অন্যতম নেত্রী ছিলেন ম্যাডাম জিয়া,আমাদের অনেক দলের অনেক ভাই,সাধারণ জনগণ,ছাত্রছাত্রী সহ সকল পেশাদার মাজলুমদের মতন তিনিও ছিলেন মাজলুম,এমন কোন নির্যাতন নেই যা বাদ ছিলো। আজকে উনি ঠিকমতো কথা বলতে পারেন না,আমি সম্ভবত প্রথম ব্যক্তি যে কিনা চিন্তা করতেছি ম্যাডাম জিয়া যদি সুস্থ থাকতেন কথা বলার মত হয়ত রাষ্ট্রের এমন পরিস্থিতিতে বলে উঠতেন আবারো 'চুপ থাকো বেয়াদব কোথাকার' অথবা 'গোপালগঞ্জের নামই মুছে দেয়া হবে'

আল্লাহ আপনার উপর রহম হোন,আপনার দ্রুত সুস্থতা কামনা করছি,বাংলাদেশের আপনাকে এখনো প্রয়োজন আছে,আপনার জন্য দোয়া রইলো,দেশের জন্য দোয়া করবেন। আপনার সফর সুন্দর হোক।

ইনকিলাব জিন্দাবাদ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপোষহীন নেত্রী। আমার মা খালাদের পছন্দনীয় ব্যক্তিত্ব!

২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫

নতুন বলেছেন: একজন সল্প শিক্ষিত স্বামীর কোটায় যে পুতুল প্রধানমন্ত্রী যখন জাতীর নেত্রী। :|

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি শেষ পর্যন্ত আপোষহীন থেকেছেন। কিন্তু শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা থাকেননি।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২২

ঢাবিয়ান বলেছেন: আবার শুরু হল আরেক দলের রাজকীয় জীবন যাত্রা! উন্নত দেশের রাজনীতিবিদেরা সাধারনত চিকিৎসার জন্য আরেক দেশে যায় না। আর গেলেও সেটা পত্রিকার খবর হয় না। কারন তারা নিজের খরচে সাদামাটাভাবে দেশের আর দশটা সাধারন মানুষের মতই বিদেশে যায়।

বৈষম্যিরোধি ছাত্র আন্দলনের নেতাদের বলতে চাই যে, তোমরা ভুলে যেও না এক রাজ পরিবারের বদলে আরেক রাজ পরিবারকে ক্ষমতায় আনতে এত ছাত্র রক্ত দেয়নি। যদি দেশে নতুন রাজনৈ্তিক বন্দোবস্ত নিশ্চিত করতে না পারা যায় তবে ২৪ এর বিপ্লবকে বিপ্লব হিসাবে স্বীকৃ্তি দেয়ার কোন সুযোগ নাই।

০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৫১

রিয়াজ হান্নান বলেছেন: মাজলুমের পক্ষে কথা বলার জন্যই চব্বিশের বিপ্লব,রাজকীয় সম্মাননা পেয়েছে কাতারী রাজ পরিবার থেকে,রাষ্ট্রীয় অর্থায়নে নয়। ধন্যবাদ

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩২

মাহফুজ ই এলাহী জামি বলেছেন: আমাদের সবার পছন্দ খালেদা জিয়া❤️

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৪২

ক্লোন রাফা বলেছেন: শুধু ছোট একটি কথা বলি! ৭১ থেকে আজ পর্যন্ত উনার জিবন কখনো বিপন্ন হয়নি। আপনাদের মানতে কষ্ট হবে তবুও এটাই সত্য শেখ হাসিনার সময় তার নিরাপত্তা আরো বেশি সুরক্ষিত ছিল ।
আল্লাহ উনাকে সুস্থ করে ফিরে আসার তৌফিক দান করুক ॥

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মাইনাস টু ফরমুলা শেষ পর্যন্ত কার্যকর হয়ে গেল।
ঠিকই তাঁকে দেশ থেকে বের করে দেয়া হলো।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩

কিরকুট বলেছেন: সুস্থ হন এই কামনা করি । কিন্তু দেশে আসতে পারবেন কি না জানি না । কাউসুফ ভাই তার নয়া বউ কে ফাস্ট লেডি বানাবে ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: উনার ভাগ্য ভালো। উনি উন্নত চিকিৎসা পেয়েছেন। বহু তার মতো মানুষ চিকিৎসা পাচ্ছে না। খাদ্য পাচ্ছে না।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গেঞ্জি আন্দোলনে অন্তত একটা জিনিস পরিষ্কার হলো।
বিএনপির কট্টর সমর্থক বলে ভেকধারী কিছু শিবির হিজবুতি জঙ্গিদের মুখোশ উন্মোচিত হলো।

ক্ষমতার পট পরিবর্তনের পর এখন আর বিএনপি ভালো লাগে না।
এখন খালেদা জিয়াকেও চিনে না।
কিশোর গ্যাং চ্যাংড়া হিজবুতি জঙ্গি এখন ওনাদের নেতা।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯

ঢাবিয়ান বলেছেন: কাতারের আমীরের রাজকীয় উপহার কেন গ্রহন করা হল? উপহার/উপঢোকন নেয়া কি কোন প্রকৃত গনতান্ত্রিক নেতা নেত্রীর শোভা পায় ?এই এদের কাছে আশা করেন যে , এরা ক্ষমতায় আসলে উপহার/ ঘুষ প্রথা বন্ধ করার কোন উদ্যোগ গ্রহন করবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.