নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

পোশাক সংস্কারই কি প্রশাসনের সংস্কার? উদ্দেশ্য কি?

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৭


মূলত দর্জি ও কাপড় ব্যবসায়ীদের ইনকাম বাড়ানোর জন্য একটা নতুন ফন্দি এঁটেছে ইউসুফ সরকার। একেই বলে পাওয়ার জাস্টিস। দেখে নেই এক নজরে ইউসুফ সরকারের এই ফজিলত...

তোমরা যাতবারই বলোনা কেন যত ভাবেই বলোনা কেন,সব তো মিথ্যা বলো। ষোলো বছরের স্বৈরাচারের প্রশাসনের কিছু ব্যক্তিই ভালো,কিছু ব্যাক্তি খারাপ সবাই ভালো নয় এটাই হলো বাস্তবতা। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের জন্য ক্ষমতার জন্য ব্যাস্ত হয়ে পড়েছেন। কোন কোন রাজনৈতিক দলতো আশ্বাসের পরেও কোনরকম সংস্কার পরিবর্তনের জন্য বিন্দুমাত্র সাহায্য করেনি ইউসুফ সরকারকে। অথচ সর্বপ্রথম উচিত ছিলো প্রশাসনের আমুল পরিবর্তন নিয়ে আসা। গুটি কয়েক ভালো প্রশাসনিক লোক ছাড়া বাকিদের ছাটাই করে ফেলে দেয়া। এটাই হওয়া উচিৎ ছিলো সর্বপ্রথম। অথচ তৈলাক্ত সব রাজনৈতিক নেতাদের বক্তব্য সবসময় ফুটে এসেছে কিছু সংখ্যাক খারাপ* তাইলে ভিডিওফুটেজের তথ্য প্রমাণাদির পরেও কেন বহাল তবিয়তে অবস্থান করছে তারা???

তাই ইউসুফ সরকার চিন্তা করলো,ধুর ছাতা আমি আজ আছি কাল নাই,এইসব পুন্মারামারির মধ্যে কেন আমি জড়াইতে যাইবো,এর চেয়ে এত এত খারাপ লোকদের ছাটাই করে দিলে তো এরা আবার নতুন লীগ হয়ে ব্যানার হয়ে রাষ্ট্রে অরাজকতা তৈরী করবে,রাজনৈতিক দলগুলো যেমন আশ্রয় দিচ্ছে খু/নি/দের একিভাবে এদেরকেও আশ্রয় দিবে,এর চেয়ে রাষ্ট্রের টাকা পয়সা খরচা না কইরা বরং জনগনের চাহিদা বাড়াইয়া দিই।

প্রশাসনের বদল না করে বরং পোশাক বদল করে উনি স্পষ্ট ভাবে বুঝিয়েছেন যে,এই লীগ গুলারে তো সর্বোচ্চভাবে চাকরির ভয়ভীতি দেখাইয়া দাস হিসাবে চালাইয়া নিতে পারমু বাট রাজনৈতিক দলগুলারে তো পারবোনা,তাই পোশাক পালটিয়ে দর্জিদের কাজের চাহিদা বাড়িয়ে দিলো,বিল্ডিং এর নিচে দাড়ি থাকা দারোয়ানের ও এখন ড্রেস চেঞ্জ করা লাগবো,বিভিন্ন সিকিউরিটি গার্ডদের ও। এতে করে কোম্পানিগুলো,বা ধনীদের পকেট থেকে নিরাপত্তার জন্য টাকা বের হইয়া কাপড় ব্যবসায়ীদের কাছে যাইবো,আবার সেখান থেইকা দর্জির কাছেও গেলো,একদম তৃণমূলে। কিছু গার্মেন্টস আবার চাঙ্গা হইবো,গার্মেন্টস কর্মীরা আবারো নিয়মিত বেতন পাইবো,কাজ হইবো ধনীদের পকেটে আবারো টাকা আসবো সাথে চাকরির ভয়ে ডাইনি বুড়িকে কোরবানি দেয়া ভাইটাও ইউসুফ সরকারে মনোযোগ দিবে। কারণ এটাই সাইন্স,এছাড়া ইউসুফ সরকারের আর কোন গতি আছে বইলাও মনে হয়না,শুধু আশেপাশের কিছু অফিসারকে ঐ যে 'অল্প কিছু লোক ভালো' ঐখান থেকে বাচাই কইরা রাখতে হইবো নিরাপত্তার জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৫৫

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর বিশ্লেষণ ।

২| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:১৯

কামাল১৮ বলেছেন: লেখায় যুক্তি আছে।

৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৯

এ পথের পথিক বলেছেন: গরীব মেহনতী দরজি গুলা যদি দু পয়সা ইনকাম করতে পারে তাইলে আপনার সমস্যা কোথায় ।
আপনি মানুষ না আম্লিক ।
স্পষ্ট করেন আগে । পোস্ট দেখে তো মানুষ মনে হচ্ছে না আম্লিক আম্লিক লাগে ।
পোস্টটা ভিত্তিহীন বিশ্লেষণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.