নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

অপ্রাসঙ্গিক ডাইনি হাসিনা ও বাংলাদেশঃ রিয়াজ হান্নান

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫


মোটাদাগে ডাইনি বুড়ি হাসিনার আকুল আবেদন জনগনের কাছে বিচার চাওয়া,অথচ এই দীর্ঘ ষোলো/সতেরো বছরই এই রাষ্ট্রের জনগন হাসিনার কাছে বিচার চাইছে,বিচার চাইছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ,যুবলীগের। বিশ্বজিৎ,আবরার,তনু সহ আলোচিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই রাষ্ট্রের মানুষ মন খারাপ করেছিলো,আজকে দেখেন বছরখানেকও হয়নাই সেই জনগনের কাছেই হাসিনা বিচার চাইছে।

হাসিনা কি বেকুব? রিন্টুর বইয়ের মারফতে জানতে পারবেন হাসিনার হত্যাযজ্ঞের আমলনামা,পদ্ধতি,কিভাবে একটা হত্যাযজ্ঞের ঘটনা ঘটানো যায়,কিভাবে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে রাখা যায়,লাশের সংবাদে পেটপুরে খাওয়া,নৃত্য করা,গান গাওয়া। আর লাশ না পড়লে মন খারাপ করে দলীয় নেতাকর্মীদের গালমন্দ করা ইত্যাদি। হাসিনা একজন সাইকোপ্যাথ।

হাসিনার অবস্থা টা দেখেন একবার,দাম্ভিকতার চরম পর্যায়ে থেকে এখন একটা ফেসবুক লাইভেও চেহারা দেখানোর মত সক্ষমতা নেই। তার সামর্থ্য নেই নেতাকর্মীদের এক করে বলা,তোমরা থাকো অমুক জায়গায় আমি আসতেছি। ভাবেন একবার।

হাসিনা তার ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছে,এই দেশে সে উন্নত করছে,অথচ উন্নয়নের বিলবোর্ডের পেছনে হাজার কোটি টাকার দুর্নীতি,বালিশ লিফটে করে পনেরো তলায় তুলতে খরচ করতে হয় সত্তোর লক্ষ টাকা। ব্রডব্যান্ড,মোবাইলফোন,ইন্টারনেট নিয়ে দিয়েছেন সেই আগের গালগল্পের মতন ভাষণ। এইগুলা শ্রেফ জোকস ছাড়া কিছুই নয়।

হাসিনা বলেছে শিক্ষাখাত নিয়ে,শিক্ষাখাতে নাকি তার অনেক অবদান ছিলো,বছরের শুরুতে বই পেয়ে যাওয়াটা এক প্রকার সাকসেস। অথচ আমরা বই পেতাম দিল্লি থেকে। প্রশ্নপত্র ফাঁস,পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর নির্মম নির্যাতন,হত্যা,দলীয় সন্ত্রাস,পুলিশ,গোয়েন্দা দিয়ে শিক্ষার্থীদের আওয়ামীকরণ করার চুড়ান্ত রকমের ভয়াবহ সব অপরাধ। ড্রাইভারের কোটি টাকা লোপাট প্রশ্নপত্র কেলেংকারী ইত্যাদি দুর্নীতি তো আছেই।

প্রশাসন নিয়ে হাসিনা যে বাহাদুরিটা এখনো করে যাচ্ছে এটা তার হক্ব,এখানে হাসিনার হক্ব আছে। কারণ আমাদের বাহিনী এখনো আওয়ামী বাহিনী রয়েছে,না হলে তৌহিদুল কেন প্রশাসনের হাতে হত্যা হবে? রাষ্ট্রের প্রতিটা স্তরে তার গুন্ডা বাহিনীতে সয়লাভ,সেনাবাহিনী হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে শুরু করে হয় শেখ মুজিব ও হাসিনা নয়তো গুম,খুন,সাসপেন্ড,বিদেশে পাঠিয়ে দেওয়া তো ছিলোই। শাপলা চত্বর,জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা,মরহুম শহীদ সাঈদি সাহেবের আন্দোলনে ২৭৫ জনের ও অধিক মানুষকে হত্যা,পিলখানা, ২০১৮ সালের নির্বাচন,ইলিয়াস আলী,তারেক রহমান সাহেব কে উল্টো করে ঝুলিয়ে পিটানো,মেরুদণ্ড ভেঙে ফেলা,কোন প্রকার ভিসা ছাড়া প্লেনে তুলে দিয়ে লন্ডনে পাঠিয়ে দেয়া,বালুর ট্রাক,শিবির নেতাকর্মীদের হত্যার এই প্রশাসন নিয়ে হাসিনা কথা বলতেই পারে এইটা তার হক্ব রয়েছে।

হাসিনা ধানমন্ডি বত্রিশ নিয়ে কথা বলতে গিয়ে আবারো সেই মুক্তিযুদ্ধের ভুয়া গালগল্প দিয়েই শুরু করলো,এই বত্রিশের বাড়ি,শেখ মুজিব ও তার পরিবার বিশেষ করে লেফটেন্যান্ট কর্ণেল কম্বল চোর শেখ কামাল বীর বীক্রমের গালগল্প দিয়ে মানুষের বাড়ি বলে উল্লেখ করেন। শেখ মুজিবের বাকশালের গল্প এখন এই দেশের মানুষের মস্তিষ্কে আয়ুব বাচ্চুর গানের মত ঢুকে গেছে। এইসব পুরানা গান মানুষ শোনেনা এখন আর।

সবশেষে হাসিনা বিচার চেয়েছে,আরে সাইকোপ্যাথ,তোমাকে এই রাষ্ট্র বিতাড়িত করেছে,তুমি পালিয়ে যেতে বাধ্য হয়েছো,তোমার অহংকার,তোমার পরিবারের দুশাসন ও ফ্যাসিবাদ বা মুজিববাদ কে উৎখাত করা হইয়াছে। তোমরা আর ফিরে আসতে পারবানা,তোমার বিচার করার জন্য এই রাষ্ট্রের পশু পাখিও বসে আছে,অপেক্ষায় আছে,দেখেন না,আপনি আসবেন শুনলেই সবাই এক হইয়া যায়,আপনার বাহিনীকে পিডায়।

আপনি,আপনার দল,আপনার বাবার মুজিববাদের কবর হইয়া গেছে,আপনাদের করার কিছু নেই,আপনারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন,আপনাদেরকে যারা একসেপ্ট করবে তারাই এই রাষ্ট্রে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। আপনি বরং চুপ থাকেন,আপনার সন্ত্রাসীরা এবার একটু মানুষ হোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৯

কাঁউটাল বলেছেন:

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৪১

কাঁউটাল বলেছেন:

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৪১

এ পথের পথিক বলেছেন: আপনি, আপনার দল, আপনার বাবার মুজিববাদের কবর হইয়া গেছে, আপনাদের করার কিছু নেই, আপনারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, আপনাদের যারা একসেপ্ট করবে তারাই এই রাষ্ট্রে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে । আপনি বরং চুপ থাকেন, আপনার সন্ত্রাসীরা এবার একটু মানুষ হোক ।
আপনার এ কথা গুলা খুব ভাল লেগেছে ভাই ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৩

কাঁউটাল বলেছেন:

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৪

খাঁজা বাবা বলেছেন: ইবলিশ শয়তান একটা

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগেকে চিরতরে বিলুপ্ত করতে হবে।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের জাতিটা অভাগা। সেই সাহে বেঈমান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩

রিয়াজ হান্নান বলেছেন: Cry More

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.