![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন কেবল উয়েফা চ্যাম্পিয়ন লীগের প্লে অফ ম্যাচের রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির বিগ ম্যাচ। এমন একটা ম্যাচকে ঘিরে সেখানে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। এরই মধ্যে দর্শক সারিতে বসে আর্জেন্টিনার হয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপজয়ী ও সাবেক ম্যানচেস্টার সিটির প্লেয়ার কুন অগুয়েরো করে বসলেন এক বিস্ফোরক চ্যালেঞ্জ।
তিনি বলেন, রিয়াল মাদ্রিদ যদি ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারে তবে আমি আমার অণ্ডকোষ কেটে ফেলবো' এমন চ্যালেঞ্জ নিয়ে রীতিমতো আবারো ভাইরাল হয়ে পড়েন তিনি। অন্যদিকে সাবেক বার্সেলোনা প্লেয়ার আর্তুরো ভিদাল ও মোটামুটি ভালো মানের একটা সুন্নতে অণ্ডকোষ খৎনার প্রজেক্টের অপেক্ষমাণ।
এই খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে সাকিব খানের কানে। তাকে সামাজিক মাধ্যমে জুনিয়র সাকিব খান হিসেব সবাই জানে। সম্প্রতি তার স্ত্রী তার লিঙ্গ কেটে দিলে তিনি হয়ে পড়েন বাঙলার লিঙ্গ ছাড়া সিংহ।
আজকে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে ইতিহাদ স্টেডিয়াম জয়লাভ করলে অগুয়েরোর নিকট আবদার করে বসেন বাঙলার টিকটকার পুরুষ লিঙ্গছাড়া সিংহ জুনিয়র সাকিব। তার দাবী,অগুয়েরো যেহেতু অন্ডকোষ কেটে ফেলবে তার লিঙ্গের আর কোন মূল্য নাই,তাই অগুয়েরোর কাছে জোর দাবী জানিয়ে জুনিয়র সাকিব বলেন,অগুয়েরো কে শুধু বলবো তার লিঙ্গ যেন আমাকে দিয়ে দেন এবং আমি যাতে টিকটক ছেড়ে প্রকৃত লিঙ্গসহ পুরুষ বাঘ হয়ে উঠতে পারি।
জুনিয়র সাকিব আরো দাবী করেন যে,এই কাজে যেন তাকে কাতালোনিয়ার ভিনদেশী বাঙলার নাগরিকরা যাতে সাহায্য করেন। ভিদালকে দ্রুত পাঠিয়ে যেন আমার এই আবদার দ্রুত পূরণ করতে এগিয়ে আসবেন বলেও আশাবাদী জুনিয়র সাকিব।
- রিয়াজ হান্নান
অনলাইন এক্টিভিস্ট,ব্লগার,হিউম্যানিস্ট
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক আওয়ামী লীগ করতে পারবে?
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৪
মায়াস্পর্শ বলেছেন: সবকিছু জোড়াতালি দিয়ে দাঁড় করানো যায় না। ও যা হারিয়েছে সেটা আর ফিরে আসবে না।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: এই সমস্ত সাকিব হলো সমাজের আগাছা।
এদের লেখাপড়া নেই। এরা টিকটক আর ইউটিউব নিয়ে মেতে আছে।