নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

কিতাবঘর নাকি চন্দ্রের প্রার্থনা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৭



সরু রাস্তায় চলতে গিয়ে কত আঁকাবাঁকা পথ মাড়িয়ে একটা প্রাণের মৃত্যু হয় তা তো কেবলই প্রাণীকূলই জানে,আর তখন প্রাণীকূলের সেই ভাবনার প্রতিফলন ঘটে,কিন্তু ততক্ষণে সব বাতাসে মিলে যায়।

ব্রাইডা আমাকে শিখিয়েছে কিভাবে আধ্যাত্মিকতা,ভালোবাসা,আবেগ,ধ্বংস,রহস্য উদঘাটন করতে হয়,নিজেকে জগতের ভালত্বের চাদরে আবৃত করার পাশাপাশি কিভাবে উইক্কা(ডাইনি মহিলা) মত করে সঙ্গীতে মগ্ন হয়ে থাকতে হয়। জগতের সব ভালো,মন্দ,ভুল,ত্রুটি
চাঁদের একপাশে রেখে তোমাকে প্রার্থনা করা যায়।

আমি ব্রাইডা নই,আমি জানি জাগতিক হিসেব মেলানো অনেক ভার,অনেক অনেক। আমি জানি আমাকে এই মহূর্তে আমার অবস্থান,আমার পায়ের নিচে মাটি থেকে খোদা তা'আলার আসমান। আমি জানি আমি কখনোই প্রিয়তম'র পাশাপাশি ডাইনি মহিলার মত হতে পারবোনা,আমি জানি কিন্তু তারপর ও আমি ভালত্বকেও চাই অনুরূপ আমি উইক্কার মত ও হতে চাই। কিন্তু এটা কখনোই সম্ভব না!!

অতএব আমি জাগতিক হিসেব শুরু করলাম,আমি ও আমার পুনরাবৃত্তি অথবা আমার আমলনামা। আমাকে এখন কি করা উচিৎ? আগামির সরু রাস্তার নামে যে মিথ্যাচারের পথ সেটাকে ডিঙিয়ে কিভাবে আমি পথ পাড়ি দেব।

কিতাব ঘরের মালিক রেজওয়ান ভাইকে একবার বলেছিলাম,ভাই আপনি কিতাব ঘর ছাইড়া দেন,কখনো কখনো নিজের জন্য হলেও কিছু জিনিস ছেড়ে দিতে হয়। উনি আমাকে বলেছিলো,রিয়াজ আমি যা কিছু ছেড়ে এসেছি সেটা এই কিতাব ঘরের চেয়েও মূল্যবান,কিন্তু কোন মূল্য ছিলোনা। আমি কিতাব ঘর ছাড়তে পারবোনা। আর কি করা যায় বলো?

ভাই আপনি নিজেকে বদলিয়ে ফেলু।

কখনো কখনো মানুষ চাঁদ পছন্দ করেনা,কখনো বা দিনের আলো। আপনি যতই প্রসংশা করুন না কেন বস্তুত এটা খুব কঠিন,কিন্তু কখনো কখনো আমাদের সেটাই করতে হয়,মন্দের জন্য ভালো। কখনো কখনো ছেড়ে দিতে হয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য,টিকে থাকার জন্য,কারণ আপনার জীবন দেখা শেষ,আপনার দরকার খোদার সাহায্য,কিতাব ঘর,নিজের বেঁচে থাকার জন্য স্বদিচ্ছা ও শক্তি। তাই আমি মনে করি কখনো কখনো কিতাবঘরের চেয়েও মূল্যবান কিছু ছেড়ে আসাটাই মূলত ভাগ্যবানদের জন্য আশির্বাদস্বরুপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.