![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'জুইলাই গণ অভ্যুত্থান শক্তি' নতুন প্ল্যাটফর্ম কে সাধুবাদ জানানোর সময় এসে গেছে। একাত্তর পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ বা বিপ্লব পারফেক্টলি সংগঠিত হয় চব্বিশের জুলাইয়ে এবং সম্পন্ন হয় আগস্টের ৫ তারিখে।
এই আন্দোলন সংগ্রাম,যুদ্ধ,বাংলাদেশের দীর্ঘ সময়ের একটি ঐতিহাসিক জয় ছিলো। এক এগারোর সরকারের মাধ্যমে গঠন হওয়া সরকারের ফ্যাসিজম শুরু হয় ২০০৯ সালের রাষ্ট্রের কিংবদন্তী সব সেনা অফিসারের হত্যাযজ্ঞের মাধ্যমে,পিলখানার সেই করুণ সময়ের পরেই মূলত গঠিত হয় এই ফ্যাসিজম। এরপর কথিত যুদ্ধাপরাধের নামে শাহবাগের সেই বিস্ময়কর মবের মধ্যে বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ ও শাপলার নির্মমতার মধ্যে দিয়ে জাস্টিফাই বা মজবুত করা হয় ফ্যাসিজমকে।
মানুষের বাক স্বাধীনতা,ভোটাধিকার হরণ করা,মতের বিরুদ্ধে গেলেই রাজাকার কিংবা পাকিস্তানি,আলবদর,আল সামস,পাকিস্তানি দোসর,শিবির ইত্যাদি ট্যাগিং বসিয়ে যাকে তাকে হত্যা গুম,খুন,চাঁদাবাজিকে বৈধতা দেয়ার মাধ্যমে বিনা ভোটে নির্বাচিত সরকারের নামে যে সন্ত্রাসী সরকার গঠিত হয়।
নানান মতের,নানান দলের,নির্দলীয় মানুষের এই যে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রাম,সফলতা,অ-সফলতার মধ্যে দিয়ে যে জুলাই সংগঠিত হয় সেই সত্যকে ধারণ করা আমাদের জন্য ওয়াজিবের পর্যায়ে পড়ে৷ জেল জুলুম অত্যাচার শহীদ ও গাজী বীরদের আত্মত্যাগের যে স্বাধীনতা এলো সেই স্বাধীনতার সত্যকে রচনা করতে মিথ্যাকে কবর দিতে জুলাই বিপ্লবের শক্তিকে আমাদের সকলের আগলে রাখা উচিৎ৷
আমরা সবাই জুলাই শহীদ হিসেবে নিজেদেরকে বাকি জীবন ধারণের উতসাহ যেন পাই,আমরা যেন আর কোন ফ্যাসিজমকে কায়েম করতে না পারি সেজন্যই আমাদের এই জুলাই বিপ্লব। আপনি যে দলের হোন,দল না করুন কিন্তু জুলাইকে বিকৃত করতে যাইয়েন না। একাত্তরের সব কিছু যেভানে বিকৃত করে আমাদের উপর একটা মিথ্যাচার চাপিয়ে দেয়া হল সেই মিথ্যার কবর রচনা যেভাবে হয়েছে ঠিক একিভাবে আগত নব্য ফ্যাসিজমের ও কবর রচনা করার মত নিজেদেরকে শক্তিমান করে গড়ে তুলতে হবে বলে আমি মনে করছি।
অনেকে অনেক কিছু লিখে ফেলেছেন,অনেকে অনেক মতামত দিয়েছেন,দিচ্ছেন,এবং ফর্মে ফিলাপ করবেন বলে আশা রাখি। 'জুলাই অভ্যুত্থান শক্তি'র প্রতি আমার নসিহা হলো,আমরা যেন কাউকে তার যোগ্যা ক্রেডিট দিতে ভুল না করি,আমরা যেন জুলাইকে বিতর্কিত না করি। আমাদের একমাত্র লক্ষ্যে উদ্দেশ্য হোক স্বাধীনতাকে ধারণ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা। আমাদের লক্ষ্যে উদ্দেশ্য হোক আগামী দিনে যাতে ধর্মের জন্য শ্রেফ ধর্মের জন্য শাহবাগের মত কোন মব তৈরী না হোক। আমরা সকল অন্যায়ের বাধা হব,আমরা সকল ন্যযাতার অংশ হব,আমরা সকল মিথ্যাকে গুড়িয়ে দেব,আমরা সকল সত্যকে তুলে নিয়ে আসবো।
আমাদের প্রত্যয়ও একটা,আমরা আমাদের স্বাধীনতা ও স্বাধীনতার স্বার্বভৌমত্ব রক্ষা করে আমাদের ধর্মীয় আদলে নিজেদের এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া।
আমরা সবাই জুলাই হয়ে উঠবো,আমরা সবাই যোদ্ধা হয়ে উঠবো,আমরা সবাই বিপ্লবী,আমরা জুলাইকে আকড়ে ধরে এমন এক ইতিহাস রচনা করতে চাই যে ইতিহাস আমাদেরকে একটা সভ্য ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে।
জুলাই চলমান থাকবে,জুলাই আমাদের একটা অংশ,আমাদের জীবনের একটা বড় অংশ,জুলাই আমাদের অশ্রুর কথা,জুলাই আমাদের স্বাধীনতা।
২| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:২৯
চাষী২০২৫ বলেছেন:
৫ম প্যারায় আপনি বলছেন, "আমরা সবাই জুলাই শহীদ হিসেবে ....."
-তা'হলে আপনি জুলাই শহীদ?
৩| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:৩৩
চাষী২০২৫ বলেছেন:
গত বছরের জুলাইতে ১৯৭৫ সালের মতো আরেকটি বড় আমেরিকান ক্যু হয়েছে; ইহাতে জামাত ও শিবির ভাড়াটে জল্লাদ হিসেবে ছিলো।
৪| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:০২
আদিত্য ০১ বলেছেন: এত এত দল কি এত সামান্য রুটির ভাগ পাবে? কত দল যে আরও আসবে। আপনিও ব্লগারদের নিয়ে একটা দল গঠন করে ফেলেন
৫| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২২
কামাল১৮ বলেছেন: রাজাকারদের দল চাই না।এদের বিনাশ চাই।
৬| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনাদের এমনভাবে বোকা বানানো হয়েছে কিছু বুঝতেই পারলেন না।
৭| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৩:৩৩
সরকার পায়েল বলেছেন: এক শিবির দিয়ে কয় দল করবে ‼️ শিবিরের ঠাকুর জামাতের নাই একক তিন সিট্ এই যে বারোটা জন্ম দিচ্ছে এগুলির কি হবে⁉️তার উপর এদের আতুর ঘর পাকিস্তানের তো অবস্থা গুরু চরণ আমেরিকা দিছে ভিসা বন্ধ করে, দুতাবাসের ফার্স্ট সেক্রেটারি সেদিন বের করে দিছে, ওদের এখন বাংলাদেশের দয়া নিয়ে চলার অবস্থা ‼️ শেষে এগুলি কোনটা গাড়ির তলে কোনটা পানিতে পরে, কারো পায়ের তলে পরে শেষ হবে ‼️ কুকুর প্রতি মৌসুমে সাত থেকে আটটি বাচ্চা জন্ম দেয় পরে শীতে অর্ধাহরে অনাহারে অযত্নে প্রায় সবগুলোই মারা যায় ‼️
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: মাহফুজ আলম + জোনায়েদ + রিফাতের দল এটি ! চীনে গিয়েছিল শেষের দুইজন।