নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা কিংবা যুদ্ধের ধ্বংসাবশেষ

১০ ই মে, ২০২৫ রাত ১০:১০


সভ্যতা বলে বেড়ায় কত ইতিহাস লেখা হয়েছে,কত কত ইতিহাস বিলুপ্ত হয়ে গেলো অথবা বিলুপ্তির পথে তা কেবল খোদা তা'আলা জানেন।

সভ্যতার পিঠে সভ্যতা জন্ম নেয় যেমন করে ইতিহাস ইতিহাসকে পেছনে ফেলে যায়। এই যে আজকের পৃথিবীতে এত এত আধুনিকতা,জৌলুস কিংবা আভিজাত্য এইটার শেষ কোথায়? যুদ্ধবিধ্বস্ত গোটা দুনিয়া যেন ধ্বংসের ঘাড়ে শ্বাস নিচ্ছে।

ফ্রান্সের রাফা'লে যখন ই-কমার্স সাইটে ভাঙ্গারি হিসেবে বিক্রি হয় কিংবা ইজরায়েলের অত্যাধুনিক ড্রোন যখন সাধারণ জনগন কাধে করে নিয়ে যায় তখন কি একটুও মনে হয়না যে এই সব ব্যাপার গুলো যখন ফুরিয়ে যাবে তখন কি হবে?

নূহ আলাহিসালামের জাতি ধ্বংস হয়ে গিয়েছে,আদ জাতি কি নিজেদেরকে সবচেয়ে ক্ষমতাধর ও শক্তিশালী মনে করেনি? কিংবা সামুদ জাতি? অথবা আমরা ফেরাউনের উদাহরণ দিই। সবাই পতিত হয়েছে,বিলুপ্ত হয়েছিলো সভ্যতার। নতুন করে গড়ে উঠেছে নতুন সভ্যতা।

বর্তমানে কি কখনো মনে হয়না এই জ্বালানী যদি শেষ হয়ে যায় তাহলে কিভাবে আকাশ নিয়ন্ত্রণ হবে? কিভাবে স্থল নিয়ন্ত্রণ হবে? ট্যাংক? কিভাবে পারমানবিক কাজ করবে? বরং পারমানবিক আমাদেরকে সেই আবারো অন্ধকার সভ্যতার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।

সাধারণ জুলাইকে দেখুন,১৮ জুলাই ২০২৪ ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিলে আমাদের জীবন থমকে যায়,ফিলিস্তিনে বিদ্যুৎ নাই,খাবার নাই,জ্বালানি নাই,শস্য নাই,পানি নাই,সব ব্লকেড,তাদের কি অবস্থা?

সারাবিশ্বে যে পরিমাণে পারমানবিক আছে তা দিয়ে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া কোন ব্যাপারই না,প্রত্যক দেশের পারমাণবিক নিয়ে রিসার্চ করলে এবং তা সংযোজন করলে এটাই দাঁড়ায়। প্রত্যকটা শক্তিশালী রাষ্ট্র পক্ষে বিপক্ষে কারোর না কারোর সাথে মিত্র অবস্থায় আছে,এই মহূর্তে একটা বড় রকমের যুদ্ধ যদি হয় তবে সভ্যতার ইতি ঘটে যাওয়া কোন বড় ব্যাপার না।

তাহলে কোনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠলে তবে আমাদের এই গর্ব করা মত এই আধুনিক সভ্যতার বিলীন ঘটবে,আমরা যেই আদীম যুগে চলে যাব,একটা বিশাল সভ্যতার মৃত্যু ঘটবে। ইতিহাস হয়ে যাবে এই সভ্যতা,এভাবেই নতুন কোন সভ্যতায় নতুন কেউ এসে নতুন ভাবে লিখতে থাকবে ইতিহাস,ঐতিহ্য কিংবা ইলন মাস্ককে নিয়ে দুর্দান্ত সব বই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.