![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার কি মনে হয় মাহফুজ,নাহিদ,আসিফ,বাকের এরা এত বছর ধরে উদ্যানে আড্ডা দিয়ে উদ্যানের ব্যাপারে তারা জানেনা? উদ্যান কিংবা শাহবাগের মাদকের সঙ্গে যে পুলিশ জড়িত আছে তারা জানেনা? উদ্যান ভার্সিটি এরিয়ার আওতায় পড়েনা এটা কি এরা জানেনা?
কেউ না জানলেও মাহফুজ জানে,মাহফুজ এটাও জানে শাহবাগে এটা কমন,উদ্যানে এটা কমন,সব কিছুই ছবির হাট,সবাই জানে,আর্মি জানে,ইউনুস সাহেব জানে,লীগ জানে বিম্পি জানে।
কিছু করতে পারছেনা,পারবেওনা। এই দেশে মেক্সিকোর মত মাদকের আখড়া গড়ে উঠেছে। এইগুলা কোন ছোটখাটো মাদক আখড়া না,বিলিয়ন ডলার ব্যবসা চলে এই মাদকের। জাস্ট একটু রিসার্চ করেন যে ৫ আগস্টের পরে এ যাবত অব্দি কতজন ব্যক্তি ধনি হয়ে গেলো আপনার আশেপাশের? এর মধ্যে ৫০% শুধু মাদক সিন্ডিকেট থেকে এসেছে।
উদ্যানে আড্ডা দেওয়া পীর্সাবরা জানে এই মাদক বন্ধ করলে শাহবাগ অসুস্থ হয়ে পড়বে,নিজেদেরও অনেক কিছুতে ভাটা পড়বে,অন্য এক বন্ধু এসে বলবে,মাম্মাহ একলগেই তো লিশা করলাম এখন আমারে ধরাইয়া দিলা? এইটা কোন পীর্সাবের জন্য বেটার হইবোনা। অতএব সব দোষ ভিসির উপর চাপাইয়া দেও।
ভিসির উপর প্রেসার ক্রিয়েট করলে শাহবাগ অসুস্থ হবেনা,আর ভিসির বিরুদ্ধে সবচেয়ে সহজ সুন্দর যে মব টা চালানো যাবে তা হল ভিসি ইসলামিক মাইন্টের লোক,গঙ্গিদের নামাজে দাড় করিয়ে নিজে ইমামতি করে।
ইতিমধ্যে রাজনৈতিক দল বহিরাগত নিয়ে এসে ভিসির দুই গাল খুজতেছে জুতা মারার জন্য,এই এক মর্মান্তিক ঘটনা।
আমিলিকের একটা ইস্যু,আমিলিক থাকা অবস্থায় কখনো ঢাবিতে নাকি খু/ন হয়নি এভাবে। রিন্টুর 'আমার ফাঁ/সি চাই পড়লেও তা স্পষ্ট ভাবে দেখা যায় যে ঘটনা সত্য। লীগ যখন ক্ষমতায় থাকেনা বরং তখনই এমন ঘটনা ঘটে,রিন্টুর বইতে আছে। পুলিশ দিয়ে ছাত্র হ/ত্যা করে ঢাবি ও রাষ্ট্রকে উত্তাল করে অস্থিতিশীল পরিস্থিতি দাড় করানো।
আগাগোড়া হিসেব করেল এখন অব্দি যা দাঁড়ায় তা হল,আমিলিক পলিটিস করে রাষ্ট্রকে অস্থিতিশীল কইরা দিতে চাচ্ছে,রাজনৈতিক দ্বন্দকে সেই আগের মতই জারি রাখতে চাইতেছে,ঢাবিকে কলংকিত করে শাহবাগীদের কে সুযোগ করে দিচ্ছে। এক ঢাবিতে লিক নিষিদ্ধ হইছে,পোতিশোধ হাসিনা নিবেনা??? মনে রাইখেন এইটা সেই হাসিনা,যে কিনা প/তি/তা দিয়ে এই দেশের জনগনকে চালাইছে।
২| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: ভিসি সাচ্চা জামায়াতের লোক। সাতকানিয়ায় বাড়ি। উহার আত্নীয় চিটাগাং শহরে সরকারি জব করে। এই ভিসির ঠিকুচি চৌদ্দগোষ্ঠী জানি। দশ মাসে ঢাবিতে ২ জন মারা গিয়েছে। অথচ অভ্যুত্থানের সময় একজনও মারা যায় নি ঢাবির!
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চলছে শক্তি প্রদর্শনের খেলা। কুয়েটে বিএনপি পন্থী ভিসি অপসারণে সাধারণ ছাত্রদের উস্কানি দিয়েছে শিবির+ বৈবিছা। এখন ঢাবি ভিসি অপসারণে ছাত্রদল আন্দোলন করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়েও এমন কিছুই হয়তো ঘটেছে।
৩| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৭
যামিনী সুধা বলেছেন:
জামাত-শিবির জংগী দল, ওদের দলের কেহ শিক্ষায় যেন থাকতে না'পারে।
৪| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৭
মেঠোপথ২৩ বলেছেন: খুনীরা আমিলীক কিনা সেটা পুলিশের বের করার দ্বায়িত্ব। তারা গ্রেফতারো করেছে। লীগার হবার সম্ভাবনাই বেশি। কিন্ত ছাত্রদল কেন এটা নিয়ে রাজনীতি শুরু করেছে ? তারা কি ছাত্রলীগ? এদের কথাবার্তা , বডি ল্যঙ্গুয়েজ অবস্য পুরাই ছাত্রলীগের।
@ সৈয়দ কুতুব , ঢাবির ভিসি অত্যন্ত গুনী একজন লোক। তিনি এর আগে প্রাইভেট ইউনি আইইউবির ভিসি ছিলেন। অযথা তকমা লাগাবেন না। তিনি খুবই ভাল একজন একাডেমিয়ান। একাডেমিকালি সব ডিপার্টমেন্টে তিনি শৃংখলা প্রতিষ্ঠা করেছেন।
৫| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
কামাল১৮ বলেছেন: @২৩,দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
৬| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১১
রানার ব্লগ বলেছেন: মেঠোপথ২৩ বলেছেন: @ সৈয়দ কুতুব , ঢাবির ভিসি অত্যন্ত গুনী একজন লোক। তিনি এর আগে প্রাইভেট ইউনি আইইউবির ভিসি ছিলেন। অযথা তকমা লাগাবেন না। তিনি খুবই ভাল একজন একাডেমিয়ান। একাডেমিকালি সব ডিপার্টমেন্টে তিনি শৃংখলা প্রতিষ্ঠা করেছেন।
তাইতো বলি আইইউবি থেকে এত্ত শিবির বাহির হলো কি করে ?
৭| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২২
সৈয়দ কুতুব বলেছেন: মেঠোপথ২৩@ভিসি জামায়াত পন্থী ! সে ভালো না খারাপ এই কথা ম্যাটার করে না। নির্দলীয় নিয়োগ হয় নাই। । কামরুল স্যার বামপন্থী দেখে ভিসি নিয়োগ দেয় নাই। আগে এইটার জবাব দেন দশমাসে ২ জন কিভাবে মারা গেল ? জুলাই অভ্যুত্থানে ঢাবি তে কেউ মারা যায় নাই। অথচ প্রাইভেট এমনকি মিলিটারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ইয়ামিন মারা গেছে।
৮| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
মেঠোপথ২৩ বলেছেন: @ সৈয়দ কুতুব , বর্তমান ভিসিকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনুস। তিনি অত্যন্ত ভাল কাজ দেখাচ্ছেন। ট্যগিং কালচার এর দিন শ্যাষ । তিনি যদি জামাতপন্থী হনও , তাতে যদি ডক্টর ইউনুসের আপত্তি না থাকে তবে আমাদের বুঝে নিতে হবে যে এইসব আওয়ামি ন্যরেটিভ পাত্তা দেয়ার একেবারেই আর দরকার নাই।
দশমাসে ২ জন কিভাবে মারা গেল ? আপনি মনে হয় পোস্ট পড়েন নাই। পোস্টের ভেতরেইতো এর উত্তর লেখা আছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:২৮
যামিনী সুধা বলেছেন:
হাবিজাবি