নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

জাতীয়তাবাদী চাদাবাজ দল থেকে সাবধানে থাকুন

১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৬


র‍্যাব ঠিক এই কারণে আবিস্কার হয়েছিলো,আর অপারেশন ক্লীন হার্ট ছিলো সন্ত্রাসীদের রুখে দেয়ার জন্য। আর সেটার সুফল আওয়ামিলীগ ভোগ করেছিলো এবং সহজে ফ্যাসিবাদ সৃষ্টি করতে পেরেছিলো।

ঠিক ঐ সময়ে বাবর ভাই যদি এই কাজ না করতেন ফ্যাসিনা ষোলো বছর থাকতে পারতেন না,আবার ঠিক এভাবেই তারা আবার ফিরে এসেছে। বিম্পির হাজার হাজার নেতাকর্মী তখন এই অপারেশনে আটকা পড়ে। যার জন্য বিম্পি ফ্যাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে পারেনাই।

এখন আবারো সেই দূর্গন্ধ ফিরে এসেছে,কিন্তু এবার ক্ষমতা ছাড়াই,একবার ভাবেন ক্ষমতা পাওয়ার পরের দিন আপনার কি অবস্থা হবে? ধরেন একজন ব্যবসায়ী অথবা মুচি,ব্যবসায়ী চাদা না দিলে কি হয় দেখেছি,এরপর দেখবেন বিম্পির বিরুদ্ধে কথা বলার অবস্থা বা পরিনাম কি হয়।

খুব শীগ্রই আরেকটা দুর্বার আন্দোলনের মুখে পতিত হল বাংলাদেশ,ছাত্রসমাজ থেকে শুরু করে মুচি তাতী জেলে সবাই আবার জেগে উঠবে। ঐক্যবদ্ধভাবে এই জাতীয়তাবাদী চাদাবাজদলের বিরুদ্ধে রুখে দাড়ানোর সময় সম্ভবত এসে গেছে।

যারা এখনো ইনিয়েবিনিয়ে এইসবকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন তারা দয়া করে আল্লাহকে ভয় করেন,জাশি ট্যাগ সোদানো বন্ধ করেন,ফ্যাসিনাকে উষ্ঠা মারার জন্য জাশি ট্যাগের প্রয়োজন হয়নাই।

আপনার ৫০০/১০০০ হাজার য়াকার বিনিময়ে দেয়া ভোটটাই যেন ৫০,০০০/১,০০,০০০ টাকার খেসারত অথবা পাথরের আঘাতে ফিরে যাতে না আসে সেদিকে অন্তত পক্ষে লক্ষ্য রাখবেন।

নিজের জীবনের দিকে খেয়াল রাখুন,সচেতন হোন।।।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: রগ কাটারাও পিছিয়ে নেই। :)

২| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:২৬

এইচ এন নার্গিস বলেছেন: আরও কত কিছু দেখতে হবে ।

৩| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: এই দেশের মানুষদের এই নৈতিক অধঃপতন এর মাত্রা আমাকে কিংকর্তব্যবিমূঢ় করে ফেলে। এই ধরনের অপরাধীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো অথবা সৌদির মতো শিরচ্ছেদ করা উচিত। X(( X(( X((

৪| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:০১

লুধুয়া বলেছেন: আপনাদের এটাইতো প্রবলেম খারাপ কে খারাপ না বলে গুড়িয়ে ফিরিয়ে ডিফেন্ড করা।এই উন্মাদ গুলোই আসল চেহেরা জুলাইএর বিপ্লবের। এরই রক কাটা বাহিনীর চেলা।আপনারা বাল চাল বলে যতই ঘটনা গুলো গুড়ান বাস্তবকতা হলো এরই জুলাই এর বিপ্লবী ঢল যারা ১৯৭১ এর প্রতিশোদ নিতে চাই। আরো কয়েকবছর অপেক্ষা করেন জামাতি দের তালিবানি বাংলাদেশ দেখতে পাবেন।

৫| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী লিখতে গিয়ে কী লিখলেন? একটাতে স্থির থাকুন। তারপর লিখুন।

৬| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪১

নিমো বলেছেন: জা-শুির কুকুরদের গুলো, ছ্যাচড়া পার্টির গুলোও আসবে। অপেক্ষা করুন।

৭| ১২ ই জুলাই, ২০২৫ ভোর ৫:৫৭

রিফাত হোসেন বলেছেন: ঘোড়া আন্ডা এরা জাতীয়তাবাদ বুঝে। এই শব্দ বুঝলেতো নিজে জাতিকে হত্যা করতে দুইবার ভাবত। মুক্তির চেতনা ঘুমিয়েছে আর এখন জাতীয় চেতনা উত্থিত হয়েছে, পরে ধর্মীয় চেতনা আসবে...

৮| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার ভাষা নেই।

৯| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৮:০২

মেরিনার বলেছেন: বাপ্পাদিত্য বসুরা এখন কোথায়? কেউ জানেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.