![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাকসু শেষে আমাদের সবচেয়ে বড় কাজ যেটা সেটা হচ্ছে বিন্ডিয়া পন্থী ও ধ্বজভঙ্গ বামদের হাত থেকে খালেদা জিয়ার বিএনপিকে বাঁচাইতে হবে। গত রাত থেকে এই ভাবনা আমার অন্তরে ধীরে ধীরে প্রকট হচ্ছে। গত এক বছর ধরে আমাদের বলা কথাগুলো না মেনে যদি শুনেও রিসার্চ করতো তাহলে এদের এমন ভরাডুবি হতনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ঘাস খায়না,একিভাবে সারা বাংলাদেশের মানুষজন ও ঘাস খায়না। তারেক রহমানের কথা,ও চেষ্টাকে সাধুবাদ জানাই,কিন্তু তিনি পারছেন না শুরু করতে,একচুয়ালি কোথা থেকে শুরু করবেন সেটাও ভেবে পাচ্ছেন না হয়ত,পেলেও হয়তবা সেটাকে বাস্তবায়ন করতে পারছেন না।
এটা একটা নিদারুণ বিড়ম্বনার মত,এই রাজনৈতিক কষ্টের মধ্যে আমাদেরকে ভরাডুবি করে পালিয়ে যায় ফ্যাসিনা। আমাদের রাজনৈতিক কালচার,নিজেরদের মধ্যে আন্ডারর্স্টান্ডিং,ইকুয়ালিটি,প্রতিযোগিতা সব ধ্বংস করে দিয়ে যায়। একেকটা রাজনৈতিক দলকে নানান ভাবে ভেতরগত ভাবে ডেস্ট্রয় করে দিয়ে যায়।
জামায়াত কিংবা শিবিরকে কেন তাহলে পারেনাই? ঐ যে ন্যারেটিভ। যখন রাজাকার বলে আব্দুর কাদের মোল্লা ভাইদের ফাঁসিতে ঝুলানো হয় তখন থেকে ডানপন্থীদের নেতা হয়ে উঠে মাজলুমরা। সাংগঠনিক পলিসি!! কারণ আমরা বুঝেছিলাম,এই কালো মেঘের ছায়া আমাদের ঘ্রাস করতে চলেছে,আমাদের নেতারা বিশেষ করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পানির মত পরিস্কার করে দিয়ে গেছেন।
এই বঙ্গের কেউ যদি রাজনীতি করতে চায় তবে তার অবশ্যই ডানপন্থাকে বিবেচনায় রেখেই রাজনীতি করতে হবে। আর আপনারা যে বামদের মাথায় তুলে নাচেন এরা মূলত সত্যিকারের বাম না,সত্যিকারের বামরা ফোবিয়া ছড়ায় না,সারাবিশ্বে বামরা কোলাবোরেট করে রাজনীতি করে যাচ্ছে ডানপন্থীদের সাথে আর এরা টিএসসিতে নাঁচে আর Elias Hossain Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য এর গালিগালাজ খায়,খাসিলতে খায়। আর এই গাইল খাওয়া বামরা মূলত কোলকাতার কালচারাল ফোবিয়া বাম। এদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে শা.উ.আ ( শাহবাগ উন্নয়ন আস্যোসিয়েশন কে কাজে লাগিয়ে মোসলমান বা ডানপন্থীদের হ/ত্যা করা যায় সে ধান্দা,কারণ তারা মনে করে এই নোংরা কালচার এই বঙ্গে টিকবেনা যদি কোনরকম ডানপন্থারা টিকে যায়।
তো এদের বড় অংকের অর্থের সোর্স কি? এই নিয়ে কোন আলাপ আছে? যারা দেয় তারা উদ্দেশ্যে রেখেই দেয়,আর কিছু আসে হচ্ছে ঐ যে,নাই মামার চেয়ে কানা মামা ভালো,চলুক না এই টাইপের। তো বিএনপির একচুয়ালি এই ধ্বজভঙ্গ বামদের কোন প্রয়োজনই নাই। বরং এই বামদেরই প্রয়োজন বিএনপিকে।
Tarique Rahman সাহেব যথেষ্ট বিচক্ষণ মানুষ,তিনি তার দলের ও নিজের জন্য এবং ছাত্রদল সহ বাংলাদেশের সকল জনগন ও রাজনৈতিক দলের কথা বিচার বিবেচনা রেখেই নতুন উদ্দ্যমে আগাবেন বলে আশা করছি,এইটা আসলে আমাদের চাওয়াও বটে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপিকে সবক দেয়ার দরকার নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২২
জেনারেশন একাত্তর বলেছেন:
রাজকারেরা বাংলাদেশ গিলার চেষ্টা করেছে; চেষ্টা করে দেখেন, মাঝ মাঝে ১৯৭১ সালের কথাও ভাববেন।