![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মানুষ নিজেকে প্রশ্ন করেছে,প্রশ্ন রেখে গেছে নিজের কাছেই,কিছু প্রশ্ন আছে যেগুলোর কোন উত্তর নেই,তবুও মানুষ সেগুলোর সামনে বসে থাকে,বসে থাকতে পছন্দ করে,নীরব,অসহায়,অথচ খুবই শান্ত রকমের। যেন এক সংঘাতময় যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ার ন্যায়।
গালিব ও তো এই প্রশ্ন করেছিলেন,"দিল এ নাদান তুঝে হুয়া কেয়া হ্যায়?" করেননি? এটা কি শুধু গালিবের একবার প্রশ্ন ছিলো? এটা কি সেই তাদের ও প্রশ্ন নয় যাদের হৃদয় থেমে গিয়েছিলো? কিন্তু নীরবতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
আচ্ছা আমরা কত আধুনিক হয়েছি? কত আধুনিকতার ছোঁয়ায় নিমজ্জিত হয়েছি? এত এত আধুনিকতার ভিড়েও ভালোবাসা আমাদের এখনো সবচেয় পুরোনো ব্যথা।
গালিব তো আগেই জানতেন এই যন্ত্রণার কোন ওষুধ নেই,ব্যথাকে দূরে না সরিয়ে কবিতার আশ্রয় নিয়েছেন,আমরাও কি ঠিক একই পথে নিজের ক্ষত ঢেকে রাখতে আরো গভীর ভালোবাসায় নিমজ্জিত হই।
এই পুরোনো ব্যথা আসলে আসলে এক অসমাপ্ত কাব্যিক কোন জীবনির মত,যার কোন শেষ নেই,ঘোলাটে। এখানে কেউ হারিয়ে যায় কেউ সৃষ্টি করে,ব্যথাকে শিল্পের ন্যায় বহন করে। যেখানে ব্যথা এক ধরণের শিল্প এবং সঙ্গ।
আজকে যখন আমরা ভীষণ রকমের একা হয়ে পড়ি,হাবিজাবি প্রশ্নে শান্ত এই হৃদয়,বুকের ভেতরে শূন্যতা জমে যায় তখন গালিবের সেই প্রশ্ন ফিরে আসে " দিল এ নাদান তুঝে হুয়া কেয়া হ্যায় " আর তখনই হয়তবা আমরা সেই উত্তর খুজতে খুজতে নিজেকে আবিস্কার করতে পারি।
২| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: " দিল এ নাদান তুঝে হুয়া কেয়্যা হ্যায়? " এর অর্থ কি?
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫
রিয়াজ হান্নান বলেছেন: আচ্ছা " দিল এ নাদা তুঝে হুয়া ক্যায় হ্যায়? " এইটা দিয়ে গালিব বুঝাইছে, হে সরল হৃদয় তোর কি হয়েছে? অথবা তোর কি হয়েছে? এত বোকা কেন? মানে নিজেকে প্রশ্ন করা যে তোর কি হয়েছে?
৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহাজাগতিক চিন্তা বলেছেন: " দিল এ নাদান তুঝে হুয়া কেয়্যা হ্যায়? " এর অর্থ কি?
এর অর্থ হতে পারে এই রকম-
আমার নাদান মন , তুই কেঠা!
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৬
রিয়াজ হান্নান বলেছেন: আচ্ছা " দিল এ নাদা তুঝে হুয়া ক্যায় হ্যায়? " এইটা দিয়ে গালিব বুঝাইছে, হে সরল হৃদয় তোর কি হয়েছে? অথবা তোর কি হয়েছে? এত বোকা কেন? মানে নিজেকে প্রশ্ন করা যে তোর কি হয়েছে?
৪| ০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: " দিল এ নাদান তুঝে হুয়া কেয়্যা হ্যায়? " এর অর্থ কি?
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫
রিয়াজ হান্নান বলেছেন: আচ্ছা " দিল এ নাদা তুঝে হুয়া ক্যায় হ্যায়? " এইটা দিয়ে গালিব বুঝাইছে, হে সরল হৃদয় তোর কি হয়েছে? অথবা তোর কি হয়েছে? এত বোকা কেন? মানে নিজেকে প্রশ্ন করা যে তোর কি হয়েছে?
৫| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫
রিয়াজ হান্নান বলেছেন: আচ্ছা " দিল এ নাদা তুঝে হুয়া ক্যায় হ্যায়? " এইটা দিয়ে গালিব বুঝাইছে, হে সরল হৃদয় তোর কি হয়েছে? অথবা তোর কি হয়েছে? এত বোকা কেন? মানে নিজেকে প্রশ্ন করা যে তোর কি হয়েছে?
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
গালিব গুলিব দিয়ে আমাদের কি কাজ?