| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

কেউ মাইন্ট করবেন না,ব্রেইন দিয়ে পড়বেন,একটু খিলাফতের আলাপ করি...
আমাদের বাঙ্গু ক্বওমি হুজুররা কিছুদিন আগে আ/ফ/গা/নি/স্তা/ন গেলেন খিলাফতের দেশ দেখতে,কিভাবে তারা খিলাফত দিয়ে দেশ চালায়। ফিরে এসে অনেকে টকশো করলেন,অনেকে সভা সেমিনারে হম্বিতম্বি করে প্রশংসা করলেন,এবং বাঙ্গুদের কেন খিলাফত দরকার তার Chrome বিশ্লেষণ ও করে বাঙ্গুদের বুঝালেন।
সিরিয়া জয় করে জিলানিকে দেখলাম অ/স্ত্র হাতে মসজিদে ইমামতি করলেন,বাঙ্গুরা ত্বাকবীর ধ্বনীতে শেখাসিনার দেশ উত্তাল করে দিছিলো,এখন দেখি ই/জ/রা/য়ে/লে/র বড় এজেন্ট হলেন সিরিয়ার জিলানি।
আ/ফ/গা/নি/স্তা/ন জয় করেও তা/লি/বা/ন/রা খিলাফত কায়েম করলো,সর্বশেষ দেখলাম চরম উগ্রবাদ ও হিন্দুত্ববাদের মুদি সরকারের সঙ্গে জোট করেছে তারা।
মুফতি হারুন ইজহার সাহেব ও মামুনুল হক সাহেবরা বাঙ্গুদের খিলাফত উপহার দিতে চান। মডেল কি জিজ্ঞেস করলে বলবে আল্লাহর আইন কোরআন ইত্যাদি ইত্যাদি,কিন্তু সেটা ড্রাইভ করবে কিভাবে? সেটা কিভাবে হবে? এইসব তাদের জানা নাই। কিসের আদলে? কোন সংগঠন বা ঐক্যর আদলে? এসব জিজ্ঞেস করলে কুরআন দেখাইয়া দিবে,যা এবার বুঝে নে তুই এই টাইপ।
হারুন ইজহার, মামুনুল হক বা হেফাজত ইসলামের অতীত,ক্বওমি সনদ,আম্মাজান ইত্যাদি (আরো বলে খাটো করতে চাইনা) নিয়েই ছিলো,নিজেদের মধ্যে পোনাপুনিতো আছেই,এই হুজুর বলে ওয় কাফের,ওয় বলে এই কাফের,মুর্তাদ,জায়েজ নাই এরা আবার খিলাফত চালু করবে। এভাবেই ফ্যাসিনার আমল কাটিয়েছে ভাগবাটোয়ারা করে।
জামায়াতই ভালো,এইসব পোনাপুনিতে নাই,জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়,জনসমর্থন যদি খিলাফত চায় হ্যা আসবে খিলাফত সমস্যা কি? অন্যদিকে খিলাফত শিখে আসা বাঙ্গুরা যেভাবে চালাতে চায় একটা হইলো বিজ্রায়েলি পন্থায়,আরেকটা হইলো মুদিজির পন্থায়।
এজন্য এয়ারহোস্টেজের বেগানা বয়ফ্রেন্ড শেখ আবু ত্বহা আদনান বলেছিলেন,ফিতনার যুগে সব ছেড়ে একা নির্জনে বাস করতে,নিজেরা কমিউনিটি গড়ে তুলে ধর্মচর্চা করতে। আলহামদুলিল্লাহ,আমি সম্ভবত বাংলাদেশই ছেড়ে দেব। আমার ভাই খিলাফতের দরকার নাই,এই ফিতনাময় যুগে আমি সব ছেড়েছুড়ে বিদেশে গিয়ে একা নির্জনে ধর্মকর্ম করবো তাও ভালো।
আলহামদুলিল্লাহ, ইস্লামিক।।।
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:২৭
রিয়াজ হান্নান বলেছেন: সেটাই
২|
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াতে ইসলামী ভালো কিন্তু কিভাবে? তারা বলছে শরীয়াহ কায়েম করবে ক্ষমতায় গেলে। খুবই ভালো কথা কিন্তু আপনি নির্বাচন ব্যবস্থা রাখবেন কিনা সেটা আপনাকে ক্ষমতায় যাওয়ার আগেই জনগণকে বলতে হবে।
গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় গিয়ে শরীয়াহ চালু করা মুনাফেকি।
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৫
রিয়াজ হান্নান বলেছেন: ইসলামের চেয়ে বড় গনতন্ত্র কি আর কোথাও আছে? শরীয়াহ শব্দের অর্থ আগে জানার চেষ্টা করেন,জামায়াত ক্ষমতায় যাবে কি যাবেনা সেটা ফ্যাক্ট না,কিন্তু বাঙ্গু ক্বওমিরা যেভাবে খিলাফত করতে চায় সেটা বলা হয়েছে,আর ইসলামে খলিফা নির্ধারণ মতামতের মধ্যে দিয়েই এসেছে,সারাদেশে ভোট হয়নি,উচ্চপর্যায়ের নেতারা মতামত দিয়ে খলিফা নির্ধারণ করেছেন। এখন আবার বইলেন না যে এটা পিআর।
৩|
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
হামাস গাজা ছাড়ছে, আপনি বাংলাদেশ ছাড়ছেন, সুলক্ষন!
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫২
রিয়াজ হান্নান বলেছেন: একটু আগে আবার হামলা হইছে,তার মানে কি আমি দেশ ছাড়ছিনা???
৪|
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:০১
শ্রাবণধারা বলেছেন: আমার ধারণা ইসরাইল-আমেরিকা চায় বাংলাদেশের মতো দেশে সুস্থ, স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়ে হনুমান আর বানরদের নিম্নবুদ্ধির ও নিম্নস্তরের কাল্পনিক শরীয়তি বা খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তাহলে পরাশক্তি তাদের ইচ্ছানুযায়ী, প্রয়োজনে চাইলেই টেরোরিস্ট তকমা দিয়ে দেশটাকে গাজা বা ইরাকের মতো সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারবে।
বাংলাদেশের কেয়ামতপন্থী বানরগুলোও তাই চায়। দেশে কেয়ামত ডেকে নিয়ে এসে, শহিদ হয়ে বেহেশত গিয়ে হূর নিয়ে আনন্দ করবে।
গুটিকয় যারা এখনও বানর হতে পারেনি, স্বদেশি বানরগুলোর কাণ্ড দেখে শুধু তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
৫|
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:১৭
এইচ এন নার্গিস বলেছেন: অনেক কিছু জানলাম ।
৬|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৬
সৈয়দ কুতুব বলেছেন: ইসলামের সাথে গণতন্ত্রের কোন রিলেশন নাই। আগে ভালো ভাবে জানেন গণতন্ত্র কি তারপর শরিয়াহর সাথে মেলান।
গু
৭|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৪
মেঘনা বলেছেন: বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা কিভাবে সম্ভব?
খিলাফত প্রতিষ্ঠানের জন্য একজন খলিফার দরকার।
এবং একজন খলিফা হবেন অবশ্যই উৎকৃষ্ট মুসলিম বংশের সন্তান। কিন্তু বাংলাদেশে কি ঈমানে বিশ্বাসী তেমন কেউ আছেন? আরেকটা বিষয়, সেটা হল বাংলাদেশের মুসলমানেরা এরাবিয়ান, আফগান বা তুর্কীদের মত খাঁটি মুসলমান না। এরা আধা হিন্দু আধা মুসলমান। মুসলিম বিশ্ব এটা জানে। যার জন্য ৭১ এর যুদ্ধে সমগ্র মুসলিম বিশ্ব পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশকে দেয় নাই। ৭১ সালের বাস্তবতা 2025 সালেও একই রকম। আজকের দিনেও আরবের লোকেরা বাংলাদেশীদের মুসলিম না বলে মিসকিন বলতেই ভালোবাসে।
কাজেই বাংলাদেশের তহুদী জনতার খিলাফত স্থাপনের দিবস স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।
৮|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫১
সুলাইমান হোসেন বলেছেন: কুতুব ভায়ের সাথে একমত।তবে বিষয়টি ব্যাখার প্রয়জন রয়েছে।
গনতন্ত্র কি?
গনতন্ত্র হলো এমন এক তন্ত্র যেখানে,পাগল,ছাগল,মাথা মোটা, মাথা চিকনা,লম্পট, চোর বাটপার,দাগাবাজ,লুচ্চা,বেহায়া,জ্ঞানী গুণী সবার ভোট ই নেওয়া হয়।যাদের ভোট বেশি পাওয়া যায়।তারাই বিজয়ী হয়।
আর খেলাফতের ব্যাপারটা সম্পূরণ সতন্ত্র।কুতুব ভাই ঠিখ বলএছেন।তিনি একজন জ্ঞাণী মানুষ।মাঝে মধ্যে অজ্ঞানীদের মতো কিছু পোস্ট দেন।
৯|
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: এসব বিশষ আমি বুঝি না।
১০|
১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: এখানেই তো রাজনীতি।
ইসরায়েল + জিলানি
তালেবান + মোদি।
জামাত + পাকিস্তান + ইউনুস + আমেরিকা
১১|
১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৭
কাঁউটাল বলেছেন: আমেরিকা নাকি সব ইন্ডিয়ানদের ঘাড় ধাক্কাদিয়ে বের করে দেওয়ার প্লান করতেছে?
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০২
রিয়াজ হান্নান বলেছেন: হুম অন্যদিকে আবার কাবুলে এম্বাসি খুলছে ভাড়ত
১২|
১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:২৪
সুলাইমান হোসেন বলেছেন: সবছেড়েছুড়ে বিদেশে গিয়ে ধর্ম কর্ম করেন,তাও ভালো