| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

জামায়াতে ইসলামি বা ছাত্রশিবিরকে আসলে আদর্শ দিয়ে চ্যালেঞ্জ না করাটাই বরং বোকামি,যত যেভাবে আপনি দাবার চাল দিবেন সেখানেই বাজিমাত করবে,করে বসবে এরা। কিন্তু এরা এতসবের পরেও ব্লান্ডার করতে ভালোভাসে।
শেখ হাসিনা স্টাব্লিস্ট করেছিলো জামায়াত শিবির খারাপ,এইটা হয়ে উঠলো মানুষের রিসার্সের খোরাক। ৫ আগস্টের পর শিবির জামায়াতের উথান দেখে অনেকে বুঝে উঠতে পারছেন না এক্সাক্টলি এদেরকে কিভাবে কাউন্টার দিবে।
গোলাম আজমকে দিয়ে স্বীকারোক্তি নিলো,শেষে এসে শফিকুর রহমান,এরপরেও মন ভরেনা,ওদের আরো চাই,যে আমির হবে তাকেই এই প্রশ্নের জবাব দিতে হবে। এইটা একটা ফ্যান্টাসি কুয়েশ্চন,না করলে ফুলফিল অর্গাজম হবেনা।
আজকে জামায়াত শিবিরকে দেখলাম গোলাম আজমের জানাজার ছবি ভিডিও আপলোড দিচ্ছে,তাও আবার ফ্যাসিনার আমলে,সে সময়ে শহীদ হওয়াদের নিয়ে আলাপ তুলছেন।
এরপর ছাত্রদল নিয়ে আসলো শাহবাগীদের বায়তুল মোকারমের ঘটনার ছবি নিয়ে,এদিকে জিয়াউর রহমান ও সাকা চৌধুরির কবর ও জুতাপেটা করছিলো শাহবাগীরা।
এসবের ফলে কি হচ্ছে? একের পর এক জাতির জন্য রাজনীতি করতে যাওয়া বাম ও জাতীয়তাবাদ ব্লান্ডার করতেছে,জামায়াতের ভোটের পপুলারিটি বাড়তেছে,মায়েরা সন্তানকে শিবির হিসেবে দেখতে চায়,ছাত্র সংসদ গুলার অবস্থা দেখেন।
কিন্তু সমস্যা হইলো জামায়াত আবার এসব সহ্য করতে পারেনা,জামায়াতকে যারা চায় জামায়াত আবার ভোটের নেশায় তাদেরকে চায়না,তাদের নাকি আওয়ামিলীগের ও ভোট লাগবে। একদিকে শিবির একেরপর এক সাকসেস এনে দিচ্ছে,অন্যদিকে জামায়াত সেটাকে আমির হামজার মত লোকদের হাতে তুলে দিচ্ছে। মানে জামায়াতকে যারা চাচ্ছে জামায়াত তাদেরকে চাচ্ছেনা,অন্যদিকে আওয়ামিলীগ জামায়াতকে চায়না,কিন্তু জামায়াত আওয়ামিলীগের ভোট নিবেই নিবে,লাগবেই,এত মধু। তিনমাস পাঠ করিয়ে ত্বওবা পড়িয়ে রোকন বানিয়ে দিলেই ঈমানদার হয়ে উঠবে।
এই দেশে শুধু ব্লান্ডার হয়,এই দেশের উৎপত্তিই তো পাকিস্তানের ব্লান্ডারের ফল(পাকিস্তান না থাকা),মজু গুন্ডার ইন্দিরা গান্দির লগে বাটপারি করার ফল(ভারত না হওয়া)।এই জন্য ভারতের গৌতম গম্ভীরকে ভালো লাগে,কোন প্যাচগোছ নাই,ভারত বাঙ্গুদের পোন্দানোর জন্যই পাকিস্তান খেদাইছে,অতএব এটা ভারতের স্বাধীনতা,বাঙ্গুদের নয়।
- রিয়াজ হান্নান
ভারতপন্থী অনলাইন এক্টিভিস্ট ও ব্লগার
২|
২৪ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জামায়াত হিসাব করে সূদুর প্রসারী
.....................................................................
আওয়ামী লীগ আর বি.এন.পি র মাঝামাঝি শুন্য-রেখায়
তাদের চলাচল বেশী ।
তাদের মূল ঊৎপত্তি দিল্লী, কিন্ত সেখানে আজ অবধি
সুবিধা করতে পারে নাই ।
তারপর পাকিস্হান ! সেখানে ও ম্যাসাকার,
আসল আফগান, সে টাও হাতে নাই !
তাহলে বাংলার মাটি কি... .... ...?
এবার হবে শক্ত ঘাঁটি !!!?
৩|
২৪ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি হামাসকেও সাপোর্ট করেছিলেন।
২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৬
রিয়াজ হান্নান বলেছেন: মাজলুমের পক্ষে যারা কাজ করবে আমি সবার প্রতি সমর্থন জানাই,হামাসের প্রতিও আমার অবশ্যই সমর্থন আছে
৪|
২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি শুধু হামাস নয়, সব ধরণের জংগীদের সাপোর্টার; মনে হচ্ছে, আপনি গত আমেরিকান ক্যু'এর জল্লাদ!
২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৭
রিয়াজ হান্নান বলেছেন: ওরে আমার একাত্তোওওওর রে,সফট আওয়ামিলীগ সাইজা দুই মাস ধইরা ব্লগিং করে বেড়াচ্ছো না? হাহাহা,দেখো তোমরা কত অপ্রাসঙ্গিক হইয়া পড়ছো,তোমাদের অবস্থান দেখো।।
৫|
২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৭
ধুলো মেঘ বলেছেন: জামায়াতের সবচেয়ে বড় ভুল আমীর হামজার মত একটা গবেট আর তারেক মুনাওয়ারের মত একটা ছাগলকে নিজেদের স্টেজে তোলা। জামায়াতের মান সম্মান নষ্ট করার জন্য এই দুইটাই যথেষ্ট।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৩
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের ভোটের পপুলারিটি সব সময় বেশি কেবল ভোট পায় না । একটা পিআর আনদোলন করেছে লাইফে সেটাও মানুষ সাপোরট করেনি।
।