| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বাংলাদেশের রাজনীতিতে এক অনাড়ম্বর রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ডাক্তার শফিকুর রহমান। নরম স্বরে কথা বলা এই মানুষটা যেন শান্ত প্রকৃতির বহমান কোন নদীর মত,যে নদীর কোন কূল নেই। সাদা এপ্রোনের ভেতরে আবদ্ধ থাকা ডাক্তার শফিকুর রহমান যেন মানুষের ক্ষত সারাতে সারাতে জীবনের গভীরে থাকা এক ক্যারিশমাটিক জীবনকে আয়ত্ত করে ফেলেছেন। তাই সম্ভবত উনার চোখে কেবলই মানুষের মুখ,মানুষের কষ্ট ও মানুষের স্বপ্ন।
ডাক্তার শফিকুর রহমান জীবন সংগ্রামের একজন দৃড় মানুষ,কিন্তু সবচেয়ে বিনয়ী ও বটে। নেতৃত্বকে ক্ষমতার প্রদর্শন নয় বরং বোঝা হিসেবে তিনি মনে করেন,কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ তার থেকে অবশ্যই দায়িত্বের হিসাব নিবেন। আমরা নানান সময়ে দেখেছি,বিশেষ করে সিলেটের ভয়াবহ বন্যার সময়ে। তীব্র ঝড়ের রাতেও যেমন অভ্যন্তরীণ আলো নিভে যায়না তেমনি দুঃসময়ের ভিড়েও শফিকুর রহমানের শান্ত,সিদ্ধান্ত ও সংযত চরিত্রের বিচ্যুতি ঘটেনি। তিনি শোনেন,বুঝার চেষ্টা করেন,এবং মানুষের পাশে দাড়ান,অপ্রকাশ্যভাবে।
বাংলাদেশের এই ভয়াবহ ক্রান্তিকালে তিনি নতুন প্রজন্মের কাছে এক হিরো,জেনজি জেনারেশন দাদু বলে,সমালোচনা করে,ভালোবাসে। এসব কে তিনি কখনোই অবজ্ঞা করেননি,বরং তিনি এসবকে নিয়েই এগিয়ে নিতে চান এই দেশকে। বহু পথ,বহু মত সব কিছুর মাঝেও তিনি দাঁড়িয়ে থাকেন,শান্ত,সংযত এক বৃক্ষের মত।
তরুণ প্রজন্মের প্রথম ভোট
দাড়িপাল্লা মার্কায় হোক
২|
২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০১
মেঠোপথ২৩ বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির পুরো প্যানে্ল নিয়ে জেতার মুল কারন হচ্ছে তাদের প্রার্থী নির্বাচনে চমক সৃষ্টি। তাদের প্যানেলগুলো্তে হিজাবি , নন-হিজাবী নারী , চাকমা, হিন্দু সব ধরনের প্রার্থীর সমন্বয় ছিল । এছাড়াও তাদের প্রার্থীদের বেশিরভাগেরই একাডেমিক রেজাল্ট ছিল খুবই উচ্চমানের। জামাত ইসলামি যদি তাদের প্রার্থী নির্বাচনে এই ধরনের চমক সৃষ্টি করতে পারে , তবে নির্বাচনে ভাল করতে পারবে। কিন্তু যদি এক গাদা হুজুরদের মনোয়ন দেয় যাদের কথাবার্তা কেবলই নারীর পর্দা, নারীদের চাকরি করতে অনুৎসাহিত করা , স্ক্যল কলেজ থেকে সঙ্গীত , ছবি আকা নিষেধাজ্ঞা সংক্রান্ত হয় তবে নির্বাচনে তেমন সুবিধা করতে পারবে না।
২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮
রিয়াজ হান্নান বলেছেন: একদম,এখন সময় এসেছে স্মার্টলি রাজনীতিকে ডিল করা এবং মানুষের চাহিদা অনুযায়ী নিজেদেরকে ড্রাইভ করা।
৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩০
কামাল১৮ বলেছেন: রাজাকারের প্রতিছবি।
৪|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
রাজীব নুর বলেছেন: শয়তান কখনও ভালো হয় না।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫২
সুলাইমান হোসেন বলেছেন: তরুন প্রজন্মের প্রথম ভোট,
দাড়িপাল্লা মার্কায় হোক।