নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে যুবক

রিয়াজ আহমেদ সায়েম

নগণ্য

রিয়াজ আহমেদ সায়েম › বিস্তারিত পোস্টঃ

আমরা অনেক ভাগ্যবান যে, আল্লাহ আমাদের ইসলাম ধর্ম হাতে দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৫

আজ যারা বিশ্বকে শাসন করছে তথ্য প্রযুক্তির দিক দিয়ে তারা বিশ্বকে চরম ভাবে এগিয়ে নিচ্ছে কিন্তু একজন মানুষের মনোন্নয়ন কিভাবে করা যায় সেটার কোনো সুন্দর পদ্ধতি তাদের জানা নেই। শান্তিতে থাকার জন্য সুবিশাল, আকাশছোঁয়া ভবন তৈরি হচ্ছে কিন্তু তাতে নেই কোনো প্রকার শান্তি। গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু খুব কাছের মানুষদের সাথে ধন্ধ লেগে আছে।
সবদিক দিয়ে যেমন উন্নতি হচ্ছে ঠিক, তবে হতাশা, অশান্তি আর আত্নহত্যা ও বেড়ে চলেছে। এর কারণ একটিই বর্তমান পৃথিবীরর শাসকরা বস্তু ও প্রযুক্তি উন্নয়নের প্রতি নজর দিলেও মন ও আত্নার শান্তির দিকে তাদের কোনো খেয়ালই নেই।
এমন একটি সময়ে পাশ্চাত্য সভ্যতা আজ ধ্বংসের মুখে। পাশ্চাত্যের রাজা আমেরিকা, তারা বলে, আমেরিকা সভ্যতার দেশ অথচ সেখানে প্রায় ৪৩% এর বেশি মানুষ জারজ সন্তান। তারা বলে, নারী স্বাধীনতার দেশ আমেরিকা কিন্তু সেখানেই প্রতি ৪৬ সেকেন্ডে একজন নারী ধর্ষিতা হয়। তারা এটাও বলে, সেই দেশ নাকি সোনার হরিণের দেশ কিন্তু দেখা যায় সেখানেই সবচেয়ে বেশি মানুষ আত্নহত্যা করে। তাহলে একজন সুস্থ মানুষ কিভাবে বলবে আমেরিকা উন্নত? হ্যা উন্নত তবে সেটা কিছু দিক দিয়ে।
আমেরিকার একজন খ্যাতিমান ব্যক্তি জিমিসোয়াগার্ট চিৎকার করে বলেছেন, 'আমেরিকা, বিধাতা অবশ্যই তোমার বিচার করবেন (অর্থাৎ ধ্বংস করবেন); আর তিনি যদি তোমার বিচার না করেন, তাহলে নৈতিক অপরাধ, লালসা, আর চরিত্রের অপরাধ সডোম ও ঘোমরার (আদ, সামুদ আর লুত সসম্প্রদায়) অধিবাসীদের কেন ধ্বংস করে দেয়া হয়েছিল; সেজন্য স্বয়ং বিধাতাকেই একদিন ক্ষমা চাইতে হবে।'

আমরা অনেক ভাগ্যবান যে, আল্লাহ আমদের ইসলাম ধর্ম হাতে দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এরচেয়ে শান্তির আর কোনো ধর্ম নেই। এই ধর্মের আদর্শ দিয়েই পৃথিবীর সবকিছুর উন্নতিই সম্ভব এবং এর থেকেই মন ও আত্নার প্রশান্তি আসবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


আজকে বিশ্বকে যারা সামনে নিচ্ছেন: আমেরিকা, কানাডা, ইউরোপ, চীন, জাপান, দ: কোরিয়া ও ইসরায়েল কোনভাবে শান্তিতে নেই; সৌভাগ্যবান হচ্ছেন: ইয়েমেন, আমরা, সুদান, আফগানিস্তান, উইগুর ও রোহিংগারা

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: শিরোনামটা ঠিক করুণ। ''আমাদের'' হবে। আপনি আমদের লিখেছেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৭

কাদা মাটি জল বলেছেন: ছাগল! এখনো!

৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

বিষন্ন পথিক বলেছেন: ডিভি লটারীর অ্যাপ্লাই করেছিলেন?

৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: আপনাকে যদি আমেরিকার বসবাসের জন্য ভিসা দেওয়া হয় তবে কতদিনের মধ্যে টাকা টিকিটের টাকা জোগাড় করতে পারবেন?

আমার পরিচিত একজন ছেলেকে হাফেজ বানাতে দুবাই থেকে বাংলাদেশে পাঠিয়ে দিছেয়ে। স্ত্রী পুরাই পর্দ শুরু করেছে।

বন্ধুর আমেরিকার ভিসা হয়ে গেছে। এখন তারা আমেরিকা যাবার জন্য সবকিছু ঠিক করছেন।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা একটা বিরাট সৌভাগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.