| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিদওয়ান নূর রহমান
মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।
“কথা”
-মোঃ রিদওয়ান নুর রহমান
মানুষ ভুলে যায় অতীতের কথা
সময় মনে রাখে সেই কথা ,
সুখ খুঁজতে যেয়ে চাপে নীতির কথা
কষ্ট ভুলতে গিয়ে ঢাকে আদর্শের কথা ,
আনন্দ লাভের জন্য বিকিয়ে দেয় মানবতার কথা
বেদনা মুছার জন্য দাবিয়ে দেয় পরিবারের কথা ,
ব্যক্তিস্বার্থের জন্য বেচে দেশের গোপন কথা
দলের স্বার্থের জন্য শুনে ভিনদেশিদের কথা ,
অন্যায়কে প্রশ্রয় দিবার জন্য ছিঁড়ে শিকরের কথা
পাপকে লালন করার জন্য ছুঁড়ে অসত্য কথা ,
ক্ষমতা হাসিলের জন্য বলে ধ্বংসস্তূপের কথা
ক্ষমতায় থাকার জন্য ভাবে অপব্যবহারের কথা ,
সুন্দর জীবনের মাঝে থাকে অপ্রিয় যত কথা
বাস্তব জীবনের মাঝে থাকে নির্মম তত কথা ।
©somewhere in net ltd.