| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিদওয়ান নূর রহমান
মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।
"আঙ্গুলে কামড়"
- মোঃ রিদওয়ান নুর রহমান
কেউ খাওয়ায় দিতে চায়
কেউ খাওয়ায় নিতে চায় ,
কেউ আঙ্গুল চুষার সুযোগ করে দেয়
কেউ সেই সুযোগ হাত দিয়ে ঠেলে দেয় ,
কেউ ভাবে না তার আঙ্গুলে কেউ কামড় বসাতে পারে
কেউ সবার সামনে তার আঙ্গুলেই কামড় বসাতে পারে,
আঙ্গুল চুষলে ব্যথা হয় শরীরে
আঙ্গুল কামড়ালে ব্যথা হয় গভীরে ,
আঙ্গুল চুষার অনুভুতি বেশি নাকি
আঙ্গুলে কামড়ের অনুভুতি বেশি ?
©somewhere in net ltd.